বিরাট কোহলি (Virat Kohli) বনাম সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), ‘মাস্টার ব্লাস্টার’ নাকি ‘চেজমাস্টার’, দুজনের মধ্যে কে সেরা তা নিয়ে ফ্যানদের বিতর্ক রসদের জোগান দেয়। তবে ‘কে সেরা?’ এই নিয়ে বড় মন্তব্য করলেন ভারতের প্রাক্তন কোচ অংশুমান গায়কোয়াড় (Anshuman Gaekwad)। তিনি মনে করেন সচিন তেন্ডুলকরকে ছাপিয়ে যাবেন বিরাট কোহলি।
এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে কোহলির প্রশংসা করেন অংশুমান গায়কোয়াড়। শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহলিতে কোহলির শততম টেস্ট খেলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “১০০টি টেস্ট ম্যাচ খেলা দারুণ কৃতিত্বের, এমন ভাবেই এগিয়ে যাবে কোহলি। যতদিন কোহলি ফিট থাকবে ততদিন কেউ তাঁকে স্পর্শ করতে পারবে না। নিজের ফিটনেসের ব্যাপারে কোহলি খুবই সচেতন। তাই যদি কোহলি ২০০টি টেস্ট খেলে তবুও গায়কোয়াড় অবাক হবেন না।”
এছাড়াও তিনি বলেন, যেভাবে কোহলি খেলছে, তাতে সাত-আট বছর নয় আরও ১০ বছর খেলবে কোহলি। কোহলির প্রশংসায় গায়কোয়াড় আরও বলেন, ” কোহলি এখন প্লেয়ার ও অধিনায়ক হিসাবে যথেষ্ট অভিজ্ঞ। কোহলি অত্যন্ত পজিটিভ ব্যক্তিত্ব, তিনি হার স্বীকার করেন না। শেষ পর্যন্ত হাল না ছাড়া একজন ক্রিকেটার তিনি।”
আরও পড়ুন