তানিয়া সুলতানা
মাধ্যমিক রেজাল্ট 2023ঃ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশের তারিখ ঘোষণা করা হল। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে তা জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী নিজের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করেন, মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে ১৯ মে, ২০২৩ তারিখ শুক্রবার। সকাল ১০ টায় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ২০২৩ সালের মাধ্যমিক রেজাল্ট প্রকাশ করবেন। এই সাংবাদিক বৈঠকে মাধ্যমিকের মেধাতালিকা প্রকাশ করা হবে। তবে অনলাইনে মাধ্যমিক রেজাল্ট চেক করা যাবে ঠিক দুপুর ১২ টা থেকে।
মাধ্যমিক রেজাল্ট 2023 কীভাবে দেখবেন ?
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। মাধ্যমিক রেজাল্ট ২০২৩ চেক করার এই ওয়েবসাইটগুলি হল- www.exametc.com, www.indiaresults.com, www.results.siksha, www.schools9.com, www.fastresult.in ।
সাধারণত প্রতিবছর মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হয়। তবে এবারে ৯০ দিনের অনেক আগেই প্রকাশ হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। ফেব্রুয়ারি মাসের ২৩ তারিখ ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে ৪ মার্চ, ২০২৩ তারিখ। পরীক্ষা শেষ হওয়ার ৭৬ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক রেজাল্ট ২০২৩।