মৌ রায়, বর্ধমান: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছবি দেওয়া একটি ফ্লেক্স ঘিরে বিতর্ক তৈরি হল বর্ধমান (Burdwan) শহরের ২১ নম্বর ওয়ার্ডে। পোস্টারে লেখা হয়েছে, “আসন্ন বর্ধমান পৌরসভা নির্বাচন ২০২২-এ ২১ নম্বর ওয়ার্ডে কোনও বহিরাগত ব্যক্তিকে প্রার্থীরূপে মানছি না মানবো না”। পোস্টারের নিচে লেখা হয়েছে, প্রতিবাদে বর্ধমান ২১ নম্বর ওয়ার্ড নাগরিকবৃন্দ । আসন্ন বর্ধমান পৌরসভা নির্বাচনে এখনও পর্যন্ত শাসকদল তৃণমূলের প্রার্থীর নাম ঘোষণা হওয়ার আগেই এরকম একটি ফ্লেক্স দেওয়াকে ঘিরে চাঞ্চল্য শহরে।
এবিষয়ে ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুবনেতা জানান এলাকাবাসীরা চাইছেন বহিরাগত কোনও ব্যক্তি যেন প্রার্থী না হয়, স্থানীয় কেউ প্রার্থী হোক। তবে পোস্টার দেওয়ার সঙ্গে দল কোনও ভাবেই জড়িত নয় বলেও জানান তিনি। একজন এলাকাবাসী বলেন স্থানীয় কেউ যেন প্রার্থী হয়, যাকে এলাকাবাসী সব সময় পাশে পাবে। এব্যাপারে বিজেপির বর্ধমান জেলা সম্পাদক কটাক্ষ করে বলেন তৃণমূল কংগ্রেস নিজেদের বাণে নিজেরাই বিদ্ধ হচ্ছে, এদের মধ্যে কোন সংস্কৃতি নেই।
আরও পড়ুন
আত্মঘাতী রামকৃষ্ণ সেবা মিশনের রাঁধুনি, অত্যাচারের অভিযোগ মহারাজের বিরুদ্ধে