Weather Update: সকাল থেকেই আজ আকাশের মুখ ভাঁড়। পশ্চিমের বেশকিছু জেলা কুয়াশার চাদরে নিজেদেরকে ঢেকে রেখেছে। রাতের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে সেই জেলাগুলিতে। বুধবার থেকেই তাপমাত্রার পারদ কিছুটা বেড়েছে রাজ্যে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আজ সারাদিনই আংশিক মেঘলা আকাশে দিন কাটবে শহরের মানুষদের।
আজ সকাল থেকে প্রবল বৃষ্টি না হলেও স্যাঁতস্যাঁতে আবহাওয়া রয়েই যাবে গোটা রাজ্যে। কলকাতায় বিকেলের দিকে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালের দিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে পুরুলিয়া, বীরভূম, দুই বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায় ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। অন্যদিকে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর সহ কয়েকটি জেলাতেও আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানানো হচ্ছে। উত্তরের হাওয়ায় বাধা প্রাপ্ত হয়ে রাজ্যজুড়ে ফের বইবে ঠান্ডা বাতাস।পশ্চিমী ঝঞ্জা ও পুবালি হাওয়ার সংঘাতে অকাল বর্ষন শুরু হয়েছে রাজ্যজুড়ে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে ফের তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তারা আরও জানিয়েছেন তুষারপাত না হলেও গ্রাউন্ড ফ্রস্ট হতে পারে। চার থেকে পাঁচ দিন দার্জিলিং ও কালিম্পং জুড়ে হালকা বৃষ্টি চলবে। মাঘের শেষ লগ্নে এই শীত-বৃষ্টির খেলা আর কতদিন চলবে সেটা একমাত্র সময়ই বলতে পারে।
আরও পড়ুন