Thursday, April 25, 2024

Sadhan Pandey: প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডে, টুইটে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত রাজ্যের ক্রেতাসুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে (Sadhan Pandey)। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর রবিবার সকালে মুম্বইয়ে (Mumbai) মৃত্যু হয় তাঁর। ট্যুইট করে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি লেখেন, রবিবার সকালে মুম্বইয়ে সাধন পাণ্ডে প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন ধরে সাধন বাবুর সঙ্গে তাঁর সুন্দর সম্পর্ক ছিল। তাঁর মৃত্যুতে গভীর ভাবে মর্মাহত তিনি। সাধন বাবুর পরিবার, বন্ধু, অনুগামীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

গতবছর জুলাই মাসে ফুসফুসে সংক্রমণ হওয়ার কারণে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল সাধন পাণ্ডেকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ার জন্য তাঁকে দীর্ঘদিন ভেন্টিলেশনে রাখা হয়। পরে আগস্ট মাসে ভেন্টিলেশন থেকে বের করা হয় তাঁকে। এরপর নিউমোনিয়াজনিত কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আরও ভালো চিকিৎসা করানোর জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় মুম্বইতে। সেখানেই আজ সকালে প্রয়াত হন তিনি। দলীয় সূত্রে খবর, মুম্বই থেকে আজই সাধন পাণ্ডের মরদেহ নিয়ে আসা হচ্ছে। আজ রাতে সাধন পাণ্ডের মরদেহ পিস হাভেনে রাখা হবে। তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে সোমবার।

উল্লেখ্য, উত্তর কলকাতার অপরাজিত বিধায়ক হলেন সাধন পাণ্ডে। বটতলা বিধানসভা কেন্দ্র থেকে পরপর ৬ বার জিতেছেন তিনি। পাশাপাশি মানিকতলা কেন্দ্রে তিনি ২০১১ থেকে জয়ী। কংগ্রেস ছেড়ে তৃণমূলের জন্মলগ্ন থেকে সাধন পাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Stay Connected

3,541FansLike
3,210FollowersFollow
2,141FollowersFollow
2,034SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles