মঙ্গলবার ভারতীয় সেনায় নিয়োগের ঘোষণা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। অগ্নিপথ প্রকল্পের অধীনে এই নিয়োগ হবে। প্রায় ৫০ হাজার তরুণকে নিয়োগ করা হতে চলেছে এমনটাই জানান তিনি। যাদের বয়স হতে হবে ১৭.৫ থেকে ২১ বছরের মধ্যে। স্থল সেনাবাহিনী, নৌবাহিনী, ও বায়ু সেনাবাহিনীতে নিয়োগ হতে পারে বলে জানা গিয়েছে। তবে এই নিয়োগ হবে ৪ বছরের চুক্তির মাধ্যমে। চার বছর পর নিয়োগ হওয়া সকল সেনার চাকরি থেকে ছাঁটাই করা হবে এবং পরবর্তী সময়ে তাদের মধ্যে ২৫% সেনাকে পুনরায় নিযুক্ত করা হবে। তবে বাকি ৭৫% সেনাকে দেওয়া হবে ১০ থেকে ১২ লক্ষ টাকা। যাদের সেনায় নিযুক্ত করা হবে না তাদের অন্য কোনো বেসরকারি অফিসে চাকরি পেতে যাতে অসুবিধা না হয় সেদিকে নজর রাখবে সরকার।
সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকেও একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনার বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে এবং শুরু হয়েছে আবেদনপত্র গ্রহণের কাজ। বিজ্ঞপ্তির মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করার কথা বলা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার ৪৫ দিনের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে প্রার্থীদের। আবেদন করতে হবে অফলাইনে। আবেদনপত্র পাওয়া যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইটেই।
তবে, এই চুক্তি ভিত্তিক নিয়োগ সিদ্ধান্তের বিরুদ্ধে কয়েকটি রাজ্যে তীব্র আন্দোলন শুরু করেছে ছাত্র ও যুবরা।
Indian Army Recruitment 2022: ভারতীয় সেনায় নিয়োগের ঘোষণা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং