Whatsapp updates: ভারতের সবচেয়ে পছন্দের মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ পরিবর্তনের সঙ্গে হাতে হাত মিলিয়ে ইউসারদের আরও ভালো অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে নিয়ে আসছে নতুন আপডেট। যেখানে রয়েছে একাধিক নতুন চমক। হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে অবাক করা নতুন কিছু ফিচার। খুব শীঘ্রই সেগুলি যুক্ত হচ্ছে ব্যবহারকারীদের অ্যাপে।
হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপ্লিকেশনে যুক্ত হতে চলা নতুন আপডেট ফিচারগুলির মধ্যে থাকছে-
১) এখন থেকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ৫১২ জন সদস্য থাকতে পারবে। আর এই সুবিধা Android এবং IOS এই দুই ব্যবহারকারীদের জন্যই উপলব্ধ হবে। এর আগে হোয়াটসঅ্যাপে গ্রুপ ২১৭ সদস্য রাখার অনুমতি দিত, যা বেড়ে হয়ে চলেছে দ্বিগুণ। এই চমক পেতে ব্যবহারকারীদের কিছুদিন অপেক্ষা করতে হতে পারে কীভাবে একটি গ্রুপে ৫১২ জন সদস্য সংযুক্ত করবেন নিয়মটি সম্পুর্ণ আগের মতনই থাকছে। এখানে কোনও পরিবর্তন এর কথা বলা হয়নি।
২) এখনও পর্যন্ত আমরা হোয়াটসঅ্যাপে কোনও বড় ফাইল ট্রান্সফার করা যায় না কিন্তু এই নতুন আপডেটের পর হোয়াটসঅ্যাপের মাধ্যমে ২জিবি পর্যন্ত ফাইল ট্রান্সফার করাও সম্ভব হবে বলে জানানো হয়েছে।
৩) এই নতুন চমকে হোয়াটসঅ্যাপ একটি ভিডিও কলে সদস্য অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ানো হয়েছে যা বেড়ে এখন ৩২ জন করা হয়েছে। যা আপনার ভিডিও গ্রুপ কলের পরিধি বাড়াতে সাহায্য করবে।
৪) হোয়াটসঅ্যাপ শীঘ্রই লঞ্চ করতে চলেছে API বা অ্যাপ্লিকেশান ইউজার ইন্টারফেস যাতে ব্যবহারকারীরা মিসড কল নোটিফিকেশনও পাবেন। এছাড়াও ‘ডু নট ডিস্টার্ব ফিচার’ও সংযুক্ত করা হবে বলে জানিয়েছে সংস্থা।
বর্তমানে ভারতে প্রায় ৪৯ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী আছেন। এই বিপুল সংখ্যক মানুষকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন ফিচার ও আরও ভালো অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই মেটা প্লাটফর্ম।