Friday, May 3, 2024
More

    আগামীকাল খোলা থাকছে ব্যাংক, দেশব্যাপী ধর্মঘটের ডাক তুলে নিল AIBEA

    গৌরব গুপ্ত:

    • দেশব্যাপী ধর্মঘট তুলে নিল অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। তাদের দাবি মেনে তাদের সমস্যার সমাধান করা হয় দিল্লীতে ডাক মুখ্য লেবার কমিশনারের মিটিংয়ে।

    আর বি আই (RBI) এর গাইডলাইন অনুযায়ী প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ছুটি দেওয়া হয় ব্যাংক গুলিকে। তবে এই মাসের ছুটির তালিকায় যুক্ত হচ্ছে আরও একটি অতিরিক্ত দিন। আগামীকাল ১৯ নভেম্বর দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন বা AIBEA। ব্যাঙ্ক অফ বরোদার (Bank of Baroda) তরফে স্টক এক্সচেঞ্জে পাঠানো একটি নোটিশে বলা হয়েছে, অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (AIBEA) এর সাধারণ সম্পাদক আগামীকাল ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনকে ধর্মঘটে যাওয়ার আহ্বান জানিয়েছে। aibea social media post

     অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে একাধিক দাবি নিয়ে সারা দেশব্যাপী ধর্মঘট ডাকা হয়েছে। এতে বিপাকে পড়বে সাধারন মানুষ। অনলাইন পরিসেবা চালু থাকলেও এখনও অনেক মানুষ আছেন যারা অনলাইন ব্যাঙ্কিং পরিষেবায় অভ্যস্ত নয়। তাদের জন্য এই অতিরিক্ত ব্যাংক বন্ধ হয়ে দাঁড়াবে সমস্যার কারণ। পরপর দুদিন ব্যাংক বন্ধের ফলে প্রয়োজনীয় অর্থ মানুষ আদায় করবে এটিএম থেকে, তাই অর্থে টান পড়তে পারে এটিএম এর ভাড়ারেও।

    এখন প্রশ্ন উঠতেই পারে ধর্মঘট এর কারন কি? উত্তরে বলা যায়, ট্রেড ইউনিয়নের কর্মী সমর্থকদের ওপর হামলা করা, ট্রেড ইউনিয়নের অধিকার, কর্মীদের চাকরির সুনিশ্চিত করন, অকারণ কর্মীদের বদলি বন্ধ করার মত আরও একাধিক দাবিতে আগামীকাল শনিবার দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ব্যাঙ্ক ধর্মঘট সফল করতে দেশের বিভিন্ন প্রান্তের কর্মীসংগঠন গুলি প্রচার চালাচ্ছে। ইতিমধ্যেই ফেসবুক, টুইটারের মতো একাধিক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলিতে ব্যাংক ধর্মঘটের উদ্দেশ্যে ক্যাম্পেইন চালু করা হয়েছে। ধর্মঘটে যদি সমস্যার সমাধান না হয় তবে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ব্যাংকের কর্মী সংগঠনগুলি। aibea strike latter

    এই প্রসঙ্গে অল ইন্ডিয়া ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি রাজেন্দ্র বলেন: ‘সারাদেশে বিভিন্ন বেসরকারি ব্যাঙ্কগুলিতে কর্মীদের  চাকরির অনিশ্চয়তা প্রতিনিয়তই বাড়ছে। কর্মীদের অধিকারের ওপর ক্রমাগত আক্রমণ চালাচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এইরকম একাধিক দাবি-দাওয়া নিয়ে ব্যাংক কর্মীদের স্বার্থে আগামী ১৯ তারিখ অর্থাৎ শনিবার সারা দেশ জুড়ে ব্যাংকগুলিতে ধর্মঘট ডাকা হয়েছে।’

     এসবিআই স্টাফ অ্যাসোসিয়েশনের (বেঙ্গল সার্কেল) প্রাক্তন ডেপুটি চিফ সেক্রেটারি অশোক মুখোপাধ্যায় বলেন,’অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন-এর ডাকা এই ধর্মঘটে স্টেট ব্যাঙ্ক ছাড়া দেশজুড়ে সমস্ত ব্যঙ্কের পরিষেবায় প্রভাব পড়তে চলেছে। স্টেট ব্যাঙ্ক সরাসরি এই ধর্মঘটের অংশ না হলেও অন্যান্য ব্যাঙ্কের কর্মীরা শাখা অবরোধ করলে ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার উপায় থাকবে না। সবচেয়ে চিন্তার বিষয় হল, এই ধর্মঘটের প্রভাব পড়তে চলেছে ATM পরিষেবাতেও। ফলে খুব সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষকে। কারণ, এখনও সব আর্থিক লেনদেন অনলাইলে করেন না অনেকেই।’

     

    Related Articles

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Stay Connected

    3,541FansLike
    3,210FollowersFollow
    2,141FollowersFollow
    2,034SubscribersSubscribe
    - Advertisement -

    Latest Articles