ডিজিটাল ডেস্ক, মেমারি: আগামী ২৭ ফ্রেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভার ভোট হতে চলেছে। আসন্ন পুর নির্বাচনে কোন ওয়ার্ডে কোন দলের প্রার্থী কে হতে পারেন তা এখন আম জনতার চর্চার বিষয় হয়ে উঠেছে। পূর্ব বর্ধমানে রয়েছে ৬টি পুরসভার ভোট। এই ৬টি পৌরসভা হল বর্ধমান, মেমারি (Memari), গুসকরা, কালনা, কাটোয়া এবং দাঁইহাট পুরসভা। এর মধ্যে মেমারি পৌরসভা নির্বাচনের জন্য সিপিআইএমের (CPI(M)) পক্ষ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করা হল আজ। দেখে নিন সেই তালিকা-
মেমারী পুরসভায় সিপিআইএমের প্রার্থী তালিকা থেকে জানা গিয়েছে, ১নং ওয়ার্ডে সিপিআইএমের প্রার্থী হয়েছেন পীযুষকান্তি বিশ্বাস, ২নং ওয়ার্ডে অনিল মুখার্জি, ৩ নং ওয়ার্ডে মায়া হাজরা, ৪ নং ওয়ার্ডে প্রশান্ত কুমার, ৫ নং ওয়ার্ডে সুভাষ ক্ষেত্রপাল, ৬ নং ওয়ার্ডে রমজান আলি মন্ডল, ৭ নং ওয়ার্ডে অরুন্ধতী ঘোষ, ৮ নং ওয়ার্ডে বন্দনা ধারা, ৯নং ওয়ার্ডে সীতারাম হাঁসদা, ১০নং ওয়ার্ডে ইমানুল হোসেন মল্লিক, ১১ নং ওয়ার্ডে মোবিরা বিবি সেখ, ১২ নং ওয়ার্ডে সন্দীপ মান্না, ১৩নং ওয়ার্ডে মায়া পাখিরা, ১৪নং ওয়ার্ডে তন্ময় মন্ডল, ১৫ নং ওয়ার্ডে মেঘা আলম এবং ১৬ নং ওয়ার্ডের বাবুল মান্ডি।
আরও পড়ুন
বর্ধমান পৌরসভা নির্বাচনে CPI(M)-এর প্রার্থী ঘোষণা, দেখে নিন তালিকা