আজ আগস্ট মাসের শেষ রবিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’এর (Mann Ki Baat) মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিলেন আজ। অনুষ্ঠানের শুরুতে হকির জাদুকর ধ্যান চাঁদের জন্মদিন উপলক্ষে ওনাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ধ্যান চাঁদ (Dhyan Chand) জি যেখানেই থাকুক না কেন আজ তিনি খুব খুশি হবেন।
ধ্যান চাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেন, দেশের যুবকদের মধ্যে, আমাদের ছেলে -মেয়েদের মধ্যে, খেলাধুলার প্রতি যে আকর্ষণ দেখতে পাওয়া যায়, তা দেশের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। তবে অভিভাবকদেরকেও দায়িত্ব নিতে হবে, যাতে তাঁদের সন্তানরা খেলাধুলোকে নির্ভর করে এগিয়ে যেতে কোনো সংকোচ বোধ না করে। এটাই হবে ধ্যান চাঁদ জির প্রতি শ্রদ্ধাঞ্জলি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের গুরুত্বপূর্ণ বিষয়:
- দেশ যত পদকই জিতুক না কেন, হকিতে (Hockey) পদক না জিতলে দেশবাসীরা মন খুলে আনন্দ করতে পারে না। তবে এবছর সেই ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছে। চার দশক পর অলিম্পিকে হকির জন্য পদক জিতেছে ভারত।
- আজকের যুবসমাজ তৈরি পথে হাঁটতে চায় না, তাঁরা নতুন পথ তৈরি করতে চায়। গন্তব্যও নতুন, লক্ষ্যও নতুন, পথও নতুন এবং আকাঙ্ক্ষাও নতুন। ভারতীয় যুবসমাজ স্টার্ট আপ শুরু করার মাধ্যমে ঝুঁকি নিতেও প্রস্তুত থাকে। এমনকি এখন ভারতের ছোট ছোট শহরে পর্যন্ত যুবসমাজ স্টার্ট আপ শুরু করার কথা ভাবছে এবং করছেও। তাঁরা একবার কোনো সিদ্ধান্ত নিলে, সেই সিদ্ধান্ত জড়িয়ে যায় তাঁদের জীবনের সঙ্গে। যার জন্য তারা দিনরাত পরিশ্রম করে।
- মাত্র কয়েকদিন আগে আমাদের দেশে খেলনা নিয়ে আলোচনা হচ্ছিল। যখন আমাদের দেশের যুবসমাজের নজরে এই বিষয়টি আসে, তখন তারা সিদ্ধান্ত নেয় যে কীভাবে ভারতের খেলনাগুলি গোটা বিশ্বে স্বীকৃতি পাবে তার পথ খুঁজে বের করবে।
- কিছুদিন আগে, আমরা দেখছিলাম, ভারত যখন তাঁর নিজস্ব স্পেস সেক্টর খুলেছিল তখন সেই সুযোগকে কাজে লাগানোর উদ্দেশ্যে তরুণ প্রজন্ম তথা কলেজ পড়ুয়া, বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট সেক্টরে কর্মরত যুবসমাজ এগিয়ে এসেছিল।
- আজ, যখন আমাদের দেশ স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপন করছে, তখন আমাদের কাছে ‘স্বচ্ছ ভারত অভিযান’ সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত। আমাদের দেশে যত বেশি শহর Water Plus City হবে, তত বেশি পরিচ্ছন্নতা বাড়বে, আমাদের নদীগুলিও পরিষ্কার থাকবে এবং জল সংরক্ষণের একটি মানবিক দায়িত্ব পালনের জন্যও অনুষ্ঠান হবে।
- আগামীকাল জন্মাষ্টমীর মহোৎসব। জন্মাষ্টমীর উৎসব মানে, ভগবান শ্রী কৃষ্ণের জন্মের উৎসব। সকল দেশবাসীকে জন্মাষ্টমীর শুভেচ্ছা।
প্রতি মাসের শেষ রবিবার সকাল ১১ টায় আকাশবাণী এবং ডিডি চ্যানেলে প্রচারিত ‘মন কি বাত’ অনুষ্ঠানের ৮০ তম পর্ব দেখানো হল আজ। প্রসার ভারতী তার আকাশবাণী নেটওয়ার্কে ২৩ টি ভাষা এবং ২৯ টি উপভাষায় এই অনুষ্ঠান সম্প্রচার করে। এছাড়াও প্রসার ভারতী তার বিভিন্ন ডিডি চ্যানেলে হিন্দি এবং অন্যান্য ভাষায় অনুষ্ঠানের ভিজ্যুয়াল সংস্করণগুলি সম্প্রচার করে।
আরও পড়ুন
‘দেশ কা মেন্টর’ প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন সোনু সুদ, ঘোষণা মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের