আজও ৪ হেভিওয়েটকে থাকতে হবে জেল হেফাজতে। অনিবার্য কারণবশত আজ হচ্ছে না নারদ মামলার শুনানি। বিজ্ঞপ্তি প্রকাশ করে কলকাতা হাইকোর্ট জানিয়েছে ‘অনিবার্য কারণবশত বসছে না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ’,। সেই কারণে আজ শুনানি না হওয়ায়, চারজনকে থাকতে হবে জেল হেফাজতে। সম্ভবত আগামীকাল শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানানো হয়নি। বুধবার সিবিআই ও তৃণমূলের তরফ থেকে নারদ কাণ্ডের দুটি পৃথক মামলা ওঠে কলকাতা হাইকোর্টে। এই মামলা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সিবিআইয়ের তরফে আবেদন জানানো হয়, অন্যদিকে চার হেভিওয়েটের জামিন স্থগিতাদেশের নির্দেশ পুনর্বিবেচনার জন্য অভিযুক্তদের আইনজীবীদের তরফ থেকে আবেদন জানানো হয়। বুধবার হাইকোর্টে ভার্চুয়াল শুনানি চলে। দীর্ঘ সওয়াল-জবাবের পর আপাতত নিম্ন আদালতের জামিন রায়ে স্থগিতাদেশই বহাল থাকে। বৃহস্পতিবার ফের শুনানির নির্দেশ দেয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তবে বৃহস্পতিবারও শুনানি হল না। চার নেতা মন্ত্রীর গ্রেফতারের পর থেকে নানাভাবে নাটকীয় মোড় নিয়েছে এই মামলা। আজও জামিন না হওয়ায় উঠছে নানা প্রশ্ন।