সারা বিশ্বে ৬৫ টি দেশে 5G আসার পর এবার 5G পরিষেবা এসে গেছে ভারতেও। গত ২ মাস আগে ১ অক্টোবর ভারতে এই পরিষেবার উদ্বোধন করেন স্বয়ং প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি। অত্যন্ত হাইস্পিড ডেটা ট্রান্সফার থেকে শুরু বিভিন্ন ধরনের কম্পিউটার অ্যপ্লিকেশন এবং উন্নত প্রযুক্তি ব্যাবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে 5G। 1GBps ডেটা ট্রান্সফার করার মাধ্যমে 5G যে গোটা দেশের কমিউনিকেশন সেক্টরে এক আমূল পরিবর্তন আনবে এমনটাই আশা করছেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বীনি বৈষ্ণব।
Jio এবং Airtel কয়েকটি নির্বাচিত শহরে চালু করেছে 5G পরিষেবা। যদিও, 5G-কে ঘিরে কিছু সন্দেহ রয়েছে, যেমন কেন ডেটা খুব দ্রুত নিঃশেষ হয়ে যায়, কেন স্পিড টেস্টগুলি এত ডেটা খরচ করে এবং দাম সম্পর্কে অন্যান্য জিনিস।
১.ভারতের কোন কোন শহরে 5G পরিষেবা পাওয়া যাচ্ছে?
Airtel এর চেয়ারম্যান সুনিল মিত্তল বলেন বর্তমানে ১২ টি শহরে Airtel 5G Plus উপলব্ধ রয়েছে – দিল্লি,চেন্নাই,মুম্বাই,বেঙ্গালুরু,হায়দ্রাবাদ,গুরুগ্রাম,গুয়াহাটি,পানিপথ,পুনে,নাগপুর এবং বারাণসী।
Jio চেয়ারম্যান আকাশ আম্বানি বলেন বর্তমানে ভারতের ১২ টি শহর – মুম্বাই,দিল্লি,হায়দ্রাবাদ,চেন্নাই,বারাণসী,কলকাতা,পুনে,গুরুগ্রাম,নয়ডা,গাজিয়াবাদ,বেঙ্গালুরু এবং ফরিদাবাদএ 5G পরিষেবা উপলব্ধ রয়েছে।
২.রিলায়েন্স জিও এবং এয়ারটেল 5G পরিষেবাগুলি কীভাবে অ্যাক্সেস করবেন?
Airtel 5G ব্যবহার করার জন্য আপনার কাছে একটি 5G ফোন থাকা অত্যাবশক। ফোন কোম্পানির দ্বারা 5G ব্যাবহারের জন্য একটি আপডেট দেওয়া হবে যা ইনস্টল করার পর আপনার এলাকায় 5G উপলব্ধ হলে তা স্বয়ংক্রিয় ভাবে চলতে শুরু করবে।
তবে জিও 5G পরিষেবাগুলি বর্তমানে বিটা টেস্টিং স্টেজে রয়েছে। কোম্পানির তরফে জানান হয়েছে প্রাথমিকভাবে 5G ব্যাবহারের জন্য কোম্পানির কাছ থেকে একটি আমন্ত্রণ পাওয়া প্রয়োজন৷ এবার আপনার এলাকায় 5G পরিষেবা থাকলে আপনি ব্যাবহার করতে পারবেন।
৩.5G প্ল্যান এর মূল্য কত?
এখনও পর্যন্ত, ভারতে 5G পরিষেবা বিনামূল্যে। সুতরাং, 5G ব্যবহার করার জন্য আপনাকে কিছু দিতে হবে না। 4G নেটওয়ার্ক ব্যবহার করার জন্য আপনি যে রিচার্জ করেন ঠিক একই রিচার্জ করুন। এমনকি পোস্টপেইড ব্যবহারকারীদের জন্য, 5G ব্যবহার করার জন্য কোনও অতিরিক্ত চার্জ লাগবে না।
৪.5G ডেটা লিমিট কত?
বর্তমানে 5G পরিষেবা সম্পূর্ণ ভারতে রোল আউট না হওয়ায় 5G ব্যাবহারকারীদের কোনো ডেটা লিমিট বেঁধে দেওয়া হয়নি, এমনটাই জানাচ্ছে টেলিকম কোম্পানিগুলি।
৫.5G ব্যবহারের সময় কীভাবে ডেটা সংরক্ষণ করবেন?
আপনি অ্যাপের মধ্যে বা আপনার ফোনের সেটিংসে ডেটা সেভার চালু করতে পারেন, যা ডেটা ব্যবহার সীমিত করে।
৬.কখন 5G সবার জন্য উপলব্ধ হবে?
Jio ২০২৩ সালের শেষ নাগাদ সারা দেশে তার 5G নেটওয়ার্ক সম্প্রসারণ সম্পূর্ণ করবে বলে আশা করছে। Airtel ২০২৩ সালের মার্চের মধ্যে রোলআউট সম্পূর্ণ করবে বলে আশাবাদী।
৭.5Gপ্ল্যান 4Gর তুলনায় কতটা ব্যায়বহূল হবে?
ভারতের টেলিকম মন্ত্রী অস্বীনি বৈষ্ণব জানান 4Gর তুলনায় 5G প্ল্যানের মূল্য খুব সামান্য বৃদ্ধি পাবে।