Sunday, May 5, 2024
More

    Corona Update: করোনার রেকর্ড সংক্রমণে একদিনে আক্রান্ত প্রায় ৯১ হাজার

    Loading

    Corona Update: ক্রমশ চিন্তা বাড়িয়ে তুলছে দেশের করোনা সংক্রমণ । আজ দেশের দৈনিক সংক্রমণের সংখ্যা ৯১ হাজার । গোটা দেশের মতোই রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১৪০২২ ও মৃত্যু ১৭ জনের। স্বাভাবিকভাবেই কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী । গতকালের তুলনায় সংক্রমণের হার বৃদ্ধি পেল ৫৬.৬% ।

    কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে দেড় গুণ । গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ২০৬ জন ও করোনায় প্রাণ হারিয়েছেন ৩২৫ জন । বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২ লক্ষ ৮৫ হাজার ১ জন । এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪৩ লক্ষ ৪১ হাজার ৮৭৬ জন করোনা মুক্ত হয়েছেন এবং গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ১৯ হাজার ২০৬ জন ।

    অন্যদিকে ওমিক্রনে (Omicron) আক্রান্তের সংখ্যাও ঊর্ধ্বমুখী । গত ২৪ ঘন্টায় আক্রান্ত প্রায় ৫০০ জন । ওমিক্রনে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৮২ হাজার ৪০১। বৃহস্পতিবার ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৬০৩ ।

    করোনা পজিটিভিটি রেট আগের থেকে প্রায় ৪০% বেশী । পজিটিভিটি রেটে বুধবার শীর্ষে কলকাতা । কেবলমাত্র কলকাতায় কোরোনা আক্রান্ত ৬১৭০। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা মুক্ত ৬ হাজার ৪৩৮ জন । কলকাতায় পজিটিভিটি রেট ৩৭.৬৪% । এরপরই বর্তমানে হাওড়া ৩০.৪৫% , বীরভূম ২৮.১০% , পশ্চিম বর্ধমান ২৮.১০%  পজিটিভিটি রেট।

    আরও পড়ুন

    Tollywood-এ করোনার থাবা, আক্রান্ত প্রথম সারির তারকারা

     

    Related Articles

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Stay Connected

    3,541FansLike
    3,210FollowersFollow
    2,141FollowersFollow
    2,034SubscribersSubscribe
    - Advertisement -

    Latest Articles