Covid Guidelines: রাজ্যে উদ্বেগজনক ভাবে বাড়ছে দৈনিক করোনা সংক্রমণের হার। সাধারণ মানুষের পাশাপাশি করোনা আক্রান্ত হচ্ছেন চিকিৎসক থেকে শুরু করে নার্স ও স্বাস্থ্যকর্মীরা। গত ২৪ ঘন্টায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১৫ হাজারেরও বেশি। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫৪২১ জন। বুধবারের তুলনায় বৃহস্পতিবার ১৩৯৯ জন বেশি আক্রান্ত হয়েছেন। রাজ্যে বেড়েছে করোনা আক্রান্তদের মৃত্যুর সংখ্যাও। বুধবার মৃত্যু হয় ১৭ জনের এবং বৃহস্পতিবার ১৯ জনের।
দৈনিক সংক্রমণ বৃদ্ধির জন্য রাজ্যে নাইট কার্ফু (Night Curfew) কড়াকড়ি করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। রাত ১০টার পর শুধুমাত্র হোম ডেলিভারিদের (Home Delivery) বেড়ানোর ক্ষেত্রেই ছাড় থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সরকারি অফিসগুলোতে সংক্রমণ রুখতে জারি করা হয়েছে বিভিন্ন বিধিনিষেধ।
আরও পড়ুন