Thursday, May 9, 2024
More

    Khelo India Youth Games: করোনার জেরে আপাতত স্থগিত খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস

    Loading

    ৫ থেকে ১৪ ফেব্রুয়ারি হরিয়ানায় খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস (Khelo India Youth Games) হওয়ার কথা থাকলেও কোভিডের জেরে তা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হল স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। এবছর পঞ্চকুলা, আম্বালা, চন্ডিগর, শাহাবাদ ও দিল্লি – এই পাঁচটি শহরে হওয়ার কথা ছিল খেলো ইন্ডিয়া ইভেন্টটি। এই পাঁচটি শহরে ২৫টি খেলা সম্বলিত প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। দেশের বিভিন্ন জায়গার ১০ হাজার অ্যাথলিটের এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল বলে জানা গেছে। প্রথমে ইভেন্টটি নভেম্বর- ডিসেম্বর নাগাদ হওয়ার কথা থাকলেও করেনার জেরে তা পিছিয়ে ফেব্রুয়ারিতে করা হয় কিন্তু করোনার তৃতীয় ঢেউয়ের কারণে ফের তা স্থগিত রাখা হল।

    এখনই করোনার হাত থেকে নিস্তার নেই বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রাজ্যে একদিনে করোনায় আক্রান্তের সংখ্যা ২১হাজার ৯৮ জন এবং মৃত ১৯ জন। কলকাতায় একদিনে করোনায় আক্রান্ত ৬ হাজার ৫৬৫ জন এবং মৃত ৬ জন। উত্তর ২৪ পরগনায় একদিনে করোনায় আক্রান্ত ৪ হাজার ১৬ জন এবং মৃত ৫ জন। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে আক্রান্ত হাজার ৪৩৫ জন এবং মৃত ৩ জন। হাওড়ায় একদিনে সংক্রমিত ১ হাজার ৮১৫ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের। এই পরিস্থিতিতে কোভিড বিধি পালন এবং টিকাকরণই একমাত্র বাঁচার উপায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

    আরও পড়ুন

    Prosenjit Chatterjee: এবার করোনায় আক্রান্ত বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অভিভাবক

    Related Articles

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Stay Connected

    3,541FansLike
    3,210FollowersFollow
    2,141FollowersFollow
    2,034SubscribersSubscribe
    - Advertisement -

    Latest Articles