Saturday, September 7, 2024
More

    West Bengal HS Toppers 2024: ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ, রেজাল্ট দেখুন এক ক্লিকে

    Table of Contents

    West Bengal HS Toppers 2024: ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হল। পরীক্ষা শুরু হয় ১৬ ফেব্রুয়ারি। শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি ২০২৪। এখানে ক্লিক করে দেখেনিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। রেজাল্ট দেখার জন্য wbchse.wb.gov.in -এর নিজস্ব ওয়েবসাইটে যান।চলতি বছরের উচ্চমাধ্যমিকে ৪৯৬ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করলেন অভিক দাস। তিনি আলিপুর দুয়ারের ছাত্র ।দ্বিতীয় হয়েছেন সাম্যদীপ সাহা। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। প্রাপ্ত নম্বর ৪৯৫। তৃতীয় হয়েছেন মালদার অভিষেক গুপ্ত। প্রাপ্ত নম্বর ৪৯৪।এবার মোট পাশের হার ৯০ শতাংশ। অর্থাৎ এ বার পরীক্ষায় পাশ করেছেন ৬,৭৯,৭৮৪ পরীক্ষার্থী। মোট পরীক্ষা দিয়েছিলেন ৭,৬৪,৪৪৮। পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর। প্রথম দশে রয়েছেন ৫৮ জন।

    বিকাল ৩ টা থেকে অনলাইনে নিজেদের রেজাল্ট দেখতে পাবেন। তারজন্য নিজের মোবাইলে রেজাল্ট দেখতে এই লিঙ্কে ক্লিক করুন-

    www.wbresults.nic.in

    www.exametc.com

    www.indiaresults.com

    hs result image card
    উচ্চ মাধ্যমিকে প্রথম দ্বিতীয় তৃতীয়
    উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৪
    উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2024 (WB HS Result 2024)
    পরীক্ষার নাম উচ্চ মাধ্যমিক ২০২৪
    বোর্ড উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)
    পরীক্ষা শুরু 16 ফেব্রুয়ারি, 2024
    পরীক্ষা শেষ 29 ফেব্রুয়ারি, 2024
    উচ্চ মাধ্যমিক রেজাল্ট তারিখ 8 মে, 2024

    প্রসঙ্গত, এ বছর মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ৭ লক্ষ ৯০ হাজার। তবে আজই মার্কশিট পাবেন না পরীক্ষার্থীরা। ১০ মে স্কুলগুলির হাতে মার্কশিট তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। এবার পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় ফল প্রকাশ করা হল।

    2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন 

    আগামী বছরের পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। 2025-এ উচ্চ মাধ্যমিক হবে শুরু হবে 3 মার্চ থেকে। এই পরীক্ষা চলবে 18 মার্চ পর্যন্ত।
    শুরু হবে সকাল 10টায়।  যা চলবে দুপুর 1.15 মিনিট পর্যন্ত। 

    Related Articles

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Stay Connected

    3,541FansLike
    3,210FollowersFollow
    2,141FollowersFollow
    2,034SubscribersSubscribe
    - Advertisement -

    Latest Articles