গঙ্গাসাগর মেলার পুণ্যার্থীদের জন্য বিমার ব্যবস্থা করার কথা ঘোষণা করলো রাজ্য সরকার। প্রতি বছর মকর সংক্রান্তিতে এই মহা মেলার আয়োজন হয়। করোনা পরিস্থিতির বাড়বাড়ন্তের কারণে সংক্রমণের আশঙ্কায় কোভিড সুরক্ষা মেনে গঙ্গাসাগর দর্শনের কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, মেলার প্রবেশ পথে ও স্নানের সময় দর্শনার্থীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) চত্বরে কোভিড কন্ট্রোল রুম, মাস্ক ও স্যানিটাইজারের বিশেষ ব্যবস্থা করা হবে। এদিকে সেদিকে থুতু ফেলা যাবে না। পরিস্থিতি খুবই কঠিন তাই সকলকে কোর্টের নির্দেশ মানতে হবে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য ৫ লক্ষ টাকা বিমার ব্যবস্থা করেছে রাজ্য সরকার বলে জানান তিনি। সরকারি হিসাব অনুযায়ী এই গঙ্গাসাগর মেলায় প্রতিবছর ২০-৩০ লক্ষ পুণ্যার্থী আসেন । তাঁদের সাহায্য করতে প্রতিবছর কয়েকশো স্বেচ্ছাসেবী নিয়োগ করে থাকেন জেলাশাসক। যদিও এবছর করোনার ভয়ে স্বেচ্ছাসেবীর কাজ করতে যাচ্ছেন না। তিনি আরও বলেন, যে দুবছর আমরা করোনাকে জয় করেছি যদি সকলে সঠিক স্বাস্থ্যবিধি মানে তাহলে এইবার ও আমরা করোনাকে জয় করতে পারবো।
আরও পড়ুন
Hare Krishna 1176: ভাইরাল “হরে কৃষ্ণ ১১৭৬” কি গুজব ? কী বলছেন ইস্কনের প্রতিনিধিরা ?