Friday, May 3, 2024
More

    Election 2022: শান্তিপূর্ণভাবে পুরভোট করার দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের, নির্দেশ কলকাতা হাইকোর্টের

    Election 2022: শান্তিপূর্ণভাবে পৌরসভা নির্বাচন করার দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, বিধান নগরের পুরভোট সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন। এই নির্দেশ পাওয়ার পরই রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও ডিজির সঙ্গে বৈঠক করেন। এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে রাজ্য পুলিশ দিয়েই বিধাননগর পৌরসভার ভোট সম্পন্ন করা হবে। প্রয়োজন মতো বাহিনী বাড়ানোর পাশাপাশি অফিসার পদমর্যাদার আধিকারিকদেরও নিযুক্ত করা হবে বলে জানা গিয়েছে।

    এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়, বিধাননগরে গত নির্বাচনে যে হিংসাত্মক পরিবেশের সৃষ্টি হয়েছিল তার পুনরাবৃত্তি যাতে না হয় তাই রাজ্য নির্বাচন কমিশনারকে রাজ্য প্রশাসনের আধিকারিকদের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব বৈঠকে বসতে হবে। এই বৈঠকে নির্বাচন কমিশনারের সঙ্গে রাজ্য প্রশাসনের আধিকারিকদের মধ্যে মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজি ও আইজিপিকে উপস্থিত থাকতে হবে।

    এছাড়াও হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়, বৈঠকে আলোচনা করার পর নির্বাচন কমিশনার এবং রাজ্য প্রশাসনের আধিকারিকদের যদি মনে হয় বিধাননগরে শান্তিপূর্ণভাবে নির্বাচন করার জন্য কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন, সেক্ষেত্রে তারা এই প্রয়োজনীয়তার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানাবেন। কিন্তু তারা যদি সিদ্ধান্ত নেন যে বিধাননগরে শান্তিপূর্ণভাবে নির্বাচন করার জন্য কেন্দ্রীয় বাহিনীর কোনও প্রয়োজন নেই এবং এরপর নির্বাচনে যদি কোনও হিংসাত্মক পরিবেশ তৈরি হয় তবে তার পুরো দায় ব্যক্তিগতভাবে রাজ্য নির্বাচন কমিশনারকে নিতে হবে। আদালতের এই নির্দেশের পর রাজ্য নির্বাচন কমিশনার রাজ্য প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন এবং সবদিক বিবেচনা করে তারা সিদ্ধান্ত নেন বিধাননগরে নির্বাচন রাজ্য পুলিশ দিয়েই করানো হবে।

    আরও পড়ুন

    গরু পাচারকান্ডে দেবের পর এবার অনুব্রতকে তলব করল সিবিআই

    Related Articles

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Stay Connected

    3,541FansLike
    3,210FollowersFollow
    2,141FollowersFollow
    2,034SubscribersSubscribe
    - Advertisement -

    Latest Articles