মা হলেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। নুসরতের কোল আলো করে এল ফুটফুটে পুত্র সন্তান। পার্ক স্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে বুধবারই ভর্তি করা হয়েছিল নুসরতকে। বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ নাগাদ পুত্র সন্তানের জন্ম দেন তিনি। নুসরত ও তাঁর ছেলেকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে, তবে তাঁদের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।
চলতি বছরের শুরুতেই প্রকাশ্যে এসেছিল যশ ও নুসরতের প্রেমের গুঞ্জন। বিবাহিতা হওয়া সত্ত্বেও নুসরত-যশের প্রেম ও সহবাস চর্চার বিষয় হয়ে উঠেছিল টলিপাড়া থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে। তবে জুন মাসে নুসরত জানিয়েছিলেন, নিখিল জৈনের (Nikhil Jain) সঙ্গে তাঁর বিয়ে আইনত ভাবে বৈধ নয়। তাঁদের সেই সম্পর্ককে সহবাসের নাম দিয়েছিলেন নুসরত। এছাড়াও তিনি জানান, বহু আগেই তাঁদের সেই সম্পর্কও ভেঙে গিয়েছে। এরপর প্রকাশ্যে আসে নুসরত-যশের (Yash Dasgupta) প্রেমের কাহিনি এবং নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার কথা। তবে নিখিল আগেই বলেছিলেন, নুসরতের সন্তানের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। সন্তানের পিতৃপরিচয় এখনও গোপন রেখেছেন নুসরত জাহান।
আরও পড়ুন
প্রয়াত বিখ্যাত বাচিকশিল্পী গৌরী ঘোষ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর