ফের বাঁকুড়া থেকে দামোদর পেরিয়ে বর্ধমানের (Burdwan) আউশগ্রামে ঢুকে পড়ল একটি দলছুট দাতাল হাতি। এই হাতির তাণ্ডবে গ্রামের বেশকিছু কাঁচা বাড়ির আংশিক ক্ষতি হয়েছে এবং বেশকিছু সবজি ক্ষেতেরও ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। বনদপ্তর ও স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বুধবার বাঁকুড়ার জঙ্গল থেকে একটি দলছুট দাঁতাল হাতি দামোদর নদ পেরিয়ে গলসির শিল্যা, পারাজ, কোন্দাইপুর হয়ে জামতারা গ্রামে ঢুকে পড়ে।
খবর পেয়ে বুধবার সকালে বনদপ্তরের কর্মীরা সেখানে যান। সেখানে গিয়ে বন দপ্তরের কর্মীরা পটকা ফাটিয়ে হাতিটিকে লোকালয় থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আপাতত হাতিটিকে প্রতাপপুরের জঙ্গলে পাঠাতে পেরেছেন তাঁরা। অন্ধকার নামলে হাতিটিকে আবার বাঁকুড়ার জঙ্গলে পাঠানোর চেষ্টা করা হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন