মৌ রায়, বর্ধমান : পকেটমার সন্দেহে আটক করা হল এক মহিলাকে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় বর্ধমানের (Burdwan) কার্জন গেট চত্বরে। মন্তেশ্বরের বাসিন্দা নিজামউদ্দিন মন্ডল স্টেশন থেকে বাস ধরে কার্জন গেটে আসার সময় তাঁর ব্যাগ থেকে ২৫ হাজার টাকা হঠাৎ উধাও হয়ে যায়। ঘটনা জানাজানি হতেই সন্দেহজনক এক মহিলাকে বাসের সহযাত্রীরা আটক করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ। মহিলা পুলিশের মাধ্যমে তল্লাশি চালানোর সময় ওই সন্দেহজনক মহিলার কাছ থেকে ২৫ হাজার টাকা পাওয়া যায়। এরপরই পুলিশ তাকে আটক করে। পুলিশ সূত্রে খবর, চুরির কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত মহিলা। অভিযুক্ত মহিলার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে বর্ধমান থানার পুলিশ।
আরও পড়ুন
Dahi Vada Didi: দিদি নাম্বার ওয়ানের মঞ্চে নিজের জীবন সংগ্রামের কাহিনী শোনালেন বর্ধমানের দইবড়া দিদি