মৌ রায়, বর্ধমান: এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, ভাঙচুর চালানো হয় দলীয় কার্যালয়ে বলে অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন ১ জন বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বর্ধমান (Burdwan) থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বর্ধমানের নবাবহাট এলাকায়। এই ঘটনায় আহত সেখ আজিমের অভিযোগ মঙ্গলবার সকালে ব্লক সভাপতি কাকুলি গুপ্ত তা-এর অনুগামী দিলিপ ও ইসলামের নেতৃত্বে প্রায় জনা ১৫ জনের একটি দল নবাবহাটের যুব তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আক্রমণ চালায়। ঘটনায় প্রতিবাদ করলে তাদের দলের বেশ কয়েকজন কর্মীকে মারধর করা হয়। বাসস্ট্যান্ড এলাকা দখল নিতে এই আক্রমণ করা হয়েছে বলে তার অভিযোগ।
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ব্লক সভাপতি কাকুলি গুপ্ত তা। তিনি জানান, এটা নিতান্তই দুটি পাড়ার ঘটনা। এর সঙ্গে দলের কোনো যোগ নেয়।ইচ্ছাকৃতভাবে এই ঘটনার সঙ্গে দল ও তার নাম জড়িয়ে দেওয়া হচ্ছে। তিনি আরও জানান যারা দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেন তাদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে। অন্যদিকে পূর্ববর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করে জানান, এর সঙ্গে দল কোনোভাবেই যুক্ত নয়। এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক।
আরও পড়ুন