দেবব্রত রায়, বর্ধমান: নববর্ষ মানেই হৈ-হুল্লোড় আনন্দ আর অবশ্যই পিকনিক। শীতের আমেজ এবং পিকনিকের মজা কেউই হয়তো মিস করতে চান না। তাই দলবেঁধে কাছে কিংবা দূরে বেরিয়ে পড়েন অনেকেই। ইংরেজি নববর্ষের প্রথম দিনে আনন্দ উল্লাসে মেতে উঠতে দেখা যায় সাধারণ মানুষজনকে। একই চিত্র ধরা পড়লো বর্ধমানেও। শনিবার পিকনিক (Picnic), আড্ডা, হৈ-হুল্লোড়ের মধ্যে দিয়ে আনন্দ উপভোগ করতে দেখা গেল শহরবাসীদের। সকাল থেকেই পিকনিকের উদ্দেশ্যে বর্ধমান (Burdwan) শহর লাগোয়া দামোদরের (Damodar) সদরঘাটে (Sadarghat) ভিড় জমাতে দেখা যায় পর্যটকদের। পর্যটকদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে সদরঘাটের পিকনিক স্পট। শীতের মিঠে রোদ্দুর গায়ে মেখে গল্প, আড্ডা, নাচ-গানে মেতে ওঠেন সকলে।
পিকনিকের মজা তারসঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া সবমিলিয়ে শীতের আমেজে চুটিয়ে আনন্দ উপভোগ করতে দেখা যায় ছোট বড় সকলকেই। পিকনিকের উদ্দেশ্যে অস্থায়ী দোকানপাট নিয়ে হাজির হয়েছিলেন বিভিন্ন দোকানিরাও। অস্থায়ী দোকানপাট, পর্যটকদের ভিড় সবমিলিয়ে বছরের প্রথমদিনে জমজমাট হয়ে উঠেছিল দামোদরের সদরঘাট।
আরও পড়ুন
Burdwan: দেবী সর্বমঙ্গলার আরাধনায় নববর্ষের শুভ সূচনা ভক্তদের