Thursday, April 25, 2024

Covid Guidelines: করোনা মোকাবিলায় রাজ্যে ফের জারি হচ্ছে কড়া বিধিনিষেধ

Covid Guidelines: করোনা (corona) পরিস্থিতি মোকাবিলায় কাল থেকে কড়া বিধিনিষেধ জারি হচ্ছে রাজ্যে । নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যসচিব।

  • আপাতত ১ ফেব্রুয়ারি অবদি স্থগিত দুয়ারে সরকার কর্মসূচি।
  • সর্বাধিক ২০০ জন বা ৫০ শতাংশের বেশি লোক নিয়ে সভা, সমাবেশ এবং বৈঠক করা যাবে না।
  • রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় সোমবার থেকে বন্ধ থাকবে।
  • সোমবার সন্ধ্যা ৭টার পর থেকে  সমস্ত লোকাল ট্রেন বন্ধ থাকবে। 
  • ৫০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো এবং লোকাল ট্রেন চলবে। তবে দূরপাল্লার ট্রেন চলবে।
  • কোভিডবিধি মেনে মোট আসনের ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল এবং থিয়েটার চালানো যাবে।
  • কোভিডবিধি মেনে ৫০ শতাংশ লোক নিয়ে শপিং মল এবং বাজার খোলা রাখা যাবে ।
  • সোমবার থেকে বন্ধ থাকবে সুইমিং পুল, স্পা, জিম, বিউটি পার্লার এবং সেলুন।  সমস্ত রকম বিনোদন পার্ক, চিড়িয়াখানা, পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে।
  • রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে কঠোর বিধিনিষেধ। তবে বিধিনিষেধের আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে জরুরি পরিষেবা,খাবার এবং প্রয়োজনীয় জিনিসের হোম ডেলিভারিতে।
  • সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে ৫০ জনের বেশি লোকের জমায়েত করা যাবে না। 
  • সোমবার থেকে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে সমস্ত সরকারি এবং বেসরকারি অফিসকে। 
  • সোমবার থেকে কলকাতায় ব্রিটেনের বিমানকে  ঢুকতে দেওয়া হবে না।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Stay Connected

3,541FansLike
3,210FollowersFollow
2,141FollowersFollow
2,034SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles