প্রগ্রেসিভ নার্সিংহোম অ্যান্ড হাসপাতাল অ্যাসোসিয়েশনের থেকে পথচলতি মানুষদের মাস্ক বিতরণ করা হল আজ। বর্ধমান (Burdwan) শহরে কার্জনগেটের সামনে ক্যাম্প করে ২০০০টি মাস্ক পথচলতি মানুষদের হাতে তুলে দেওয়া হয় এদিন। বাড়ন্ত করোনা পরিস্থিতি মাথায় রেখে জনকল্যাণমূলক কাজে নামলেন প্রগ্রেসিভ নার্সিংহোম অ্যান্ড হাসপাতাল অ্যাসোসিয়েশনের সদস্যরা। এদিন পথচলতি মানুষদের হাতে মাস্ক তুলে দেওয়ার পাশাপাশি বর্ধমান থানায় ১০০০টি মাস্ক প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে। এদিনের ক্যাম্পে উপস্থিত ছিলেন চেয়ারম্যান শেখ আলাউদ্দিন, সেক্রেটারি ড: আবির গুহ, প্রেসিডেন্ট শেখ আসফার হোসেন এবং অ্যাডভাইসার কমিটির সদস্য সোমনাথ দাস সহ অ্যাসোসিয়েশনের অন্য সদস্যরা।
আরও পড়ুন