মৌ রায়, বর্ধমান: সমগ্র দেশ তথা রাজ্যের সঙ্গে পূর্ববর্ধমানেও (Burdwan) যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হল ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। জেলার মূল অনুষ্ঠানটি হয় পুলিশলাইন ক্যাম্পাসে। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক প্রিয়াংকা সিংলা। এরপর জেলাপুলিশের পক্ষ থেকে দেওয়া অভিবাদন গ্রহন করেন তিনি। করোনা অতিমারীর জন্য অনুষ্ঠানে বেশকিছু কাঁটছাট করা হয়। এদিনের এই অনুষ্ঠানে জেলাশাসক প্রিয়াংকা সিংলা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কামনাশিস সেন ও অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিনহা রায়। পূর্ব বর্ধমানের পুলিশ লাইন মাঠে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের পাশাপাশি অনুষ্ঠিত হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয় প্রজাতন্ত্র দিবস। সুসজ্জিত ট্যাবলো প্রদর্শন সহ প্রশাসনিক আধিকারিকদের পুরস্কারে সম্মানিত করা হয় এদিন।
আরও পড়ুন