পদত্যাগ করার সময় সঠিক নিয়ম মানা না হলে শোকজ করা হতে পারে চিকিৎসক অধ্যাপকদের বলে স্বাস্থ্য ভবন (Swasthya Bhawan) সূত্রে খবর। রাজ্যের অধিকাংশ হাসপাতাল ও মেডিকেল কলেজ থেকে পদত্যাগ করেছেন চিকিৎসক অধ্যাপকরা। পদত্যাগের ক্ষেত্রে যা নিয়ম তা মানা হচ্ছে না বলে অভিযোগ উঠছে। এর ফলে সম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি ডাক্তারি পড়ুয়াদের ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে।
এছাড়া জানা গিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে চিকিৎসক অধ্যাপকরা পদত্যাগপত্র মেডিকেল কলেজ বা হাসপাতালের অধ্যক্ষের কাছে জমা দিচ্ছেন। পদত্যাগ পত্রে সরকারের সম্মতির প্রয়োজন হয়। কিন্তু চিকিৎসকরা পদত্যাগ পত্র জমা দিয়েই কাজে আসা বন্ধ করে দিচ্ছেন। এই সমস্ত সমস্যা হওয়ার কারণে স্বাস্থ্য-শিক্ষা পরিষেবার অধিকর্তা রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে চিঠি পাঠিয়েছেন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, চিঠিতে পদত্যাগের সঠিক নিয়ম উল্লেখ করা হয়েছে। এর সঙ্গে চিঠিতে বলা হয়েছে পদত্যাগ করার সময় সঠিক নিয়ম মানা না হলে শোকজ করা হবে চিকিৎসক অধ্যাপকদের বলে জানা গেছে। এই নির্দেশিকার ফলে চিকিৎসক অধ্যাপকদের পদত্যাগ কমবে বলে মনে করছে স্বাস্থ্য ভবন।
আরও পড়ুন