দেবব্রত রায়, বর্ধমান: করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বর্ধমান (Burdwan) শহরে দোকানপাট খোলা ও বন্ধ রাখা নিয়ে জারি হয়েছে প্রশাসনিক নির্দেশিকা। এই বিধিনিষেধের প্রেক্ষিতে বর্ধমানের ব্যবসায়ী সমিতির তরফ থেকে একটি স্মারকলিপি জমা দেয়া হয় শনিবার। কোভিড বিধি মেনে প্রতিদিন দোকান খোলা রাখার দাবিতে আইসি-র (সদর থানা) কাছে স্মারকলিপি জমা দেন ব্যবসায়ী সমিতির সদস্যরা।
তাঁদের দাবি, বর্ধমান শহরের মধ্যে মফস্বলের বাস প্রবেশ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকার কারণে এমনিতেই ব্যবসায় ক্ষতির সম্মুখিন হতে হচ্ছে তাঁদের। তার উপর এই নির্দেশিকা জারি হওয়ার কারণে ব্যবসায় আরও বড় ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা। তাই প্রতিদিন নিয়ম মেনে দোকান খোলা রাখার দাবিতে আইসি-র কাছে স্মারকলিপি জমা দিয়ে আবেদন জানান ব্যবসায়ী সমিতির সদস্যরা।