দেবব্রত রায়, বর্ধমান: করোনা পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। বর্ধমানের আরটিসি হলে (RTC Hall) শুক্রবার একটি বৈঠকের আয়োজন করা হয়। বর্ধমান (Burdwan) শহরে দিন দিন বাড়ছে করোনার প্রকোপ, তারই প্রেক্ষিতে এই বৈঠকের আয়োজন করা হয় বলে জানা গেছে। পরিস্থিতি মোকাবিলায় বিশেষ পদক্ষেপ গ্রহণের কথা জানানো হয় এদিনের বৈঠকের মাধ্যমে। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন বর্ধমান সদর উত্তরের মহকুমা শাসক, বর্ধমান পৌরসভার আধিকারিক, বর্ধমান থানার পুলিশ ও শহরের বিভিন্ন বাজার কমিটির প্রতিনিধিরা।
শহরে দোকানপাট বন্ধের জন্য জারি হওয়া নির্দেশিকা ৮.১.২০২২ থেকে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে । বর্ধমানে কোন এলাকায় কবে বাজার ও দোকানপাট বন্ধ থাকবে, তা জেনে নিন-
১) উল্লাস থেকে নবাবহাটের পর্যন্ত রাস্তার বাম দিকের দোকান সোমবার, বুধবার ও শুক্রবার বন্ধ থাকবে।
২) উল্লাস থেকে নবাবহাট পর্যন্ত রাস্তার ডান দিকের দোকান মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার বন্ধ থাকবে।
৩) কার্জন গেট থেকে উত্তরফটক পর্যন্ত রাস্তার বাম দিকের দোকান সোমবার, বুধবার ও শুক্রবার বন্ধ থাকবে।
৪) কার্জন গেট থেকে উত্তরফটক পর্যন্ত রাস্তার ডান দিকের দোকান মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার বন্ধ থাকবে।
৫) বিসি রোড থেকে হাসপাতাল (R.B Ghosh Road) পর্যন্ত বাম দিকের দোকান সোমবার, বুধবার ও শুক্রবার বন্ধ থাকবে।
৬) বিসি রোড থেকে হাসপাতাল (R.B Ghosh Road) পর্যন্ত ডান দিকের দোকান মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার বন্ধ থাকবে।
৭) স্টেশন থেকে রানীগঞ্জ বাজার মোড় পর্যন্ত রাস্তার বাম দিকের দোকান সোমবার, বুধবার ও শুক্রবার বন্ধ থাকবে।
৮) স্টেশন থেকে রানীগঞ্জ বাজার মোড় পর্যন্ত রাস্তার ডান দিকের দোকান মঙ্গলবার, বৃহস্পতি ও শনিবার বন্ধ থাকবে।
৯) কোর্ট কম্পাউন্ড, ডিএম অফিস এবং এসপি অফিস চত্বরের সব দোকান মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার বন্ধ থাকবে।
১০) সুপার মার্কেটের আওতাধীন দোকানগুলি রবিবার বাদে জোড় ও বিজোড় পদ্ধতিতে খোলা থাকবে।
১১) সমস্ত রাস্তার ধারের দোকান এবং সুপার মার্কেট রবিবার সম্পূর্ণ বন্ধ থাকবে।
১২) সমস্ত মাছ, মাংস, সবজি এবং মিষ্টির দোকান সোমবার (১০.১.২০২২) সম্পূর্ণ বন্ধ থাকবে।
আরও পড়ুন
করোনা সংক্রমণ রুখতে কালীঘাট মন্দিরের গর্ভগৃহে বন্ধ হতে চলেছে ভক্তদের প্রবেশ
Covid Guidelines: নাইট কার্ফু নিয়ে কড়া সিদ্ধান্ত রাজ্য সরকারের