মৌ রায়, বর্ধমান: আজ গোটা দেশজুড়ে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী। বীর স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুকে তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানানো হচ্ছে সর্বত্র । বর্ধমানেও (Burdwan) পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী। নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে মানুষ মানুষের জন্য সোসাইটি সংস্থার অফিসে নেতাজির মূর্তিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা জানান বিশিষ্টজনেরা। সংস্থার সভাধিপতি থেকে শুরু করে সংস্থার সকল নেতৃত্ববৃন্দ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বীর স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্র বসুকে।
আরও পড়ুন