অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হল ৬ জনকে। বর্ধমানের লক্ষ্মীপুর মাঠ কাঁটাপুকুর এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তদের। ধৃতদের বাড়ি বর্ধমান (Burdwan) শহরের গোদা, সরাইটিকর, কমলসায়র এলাকায় বলে জানা গিয়েছে ।
স্থানীয় সূত্রে খবর বেশ কয়েকদিন ধরে বাইরের কয়েকজন যুবককে ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখছিলেন এলাকাবাসীরা । তাদের দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাঁরা ওই যুবকদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন, তখন তাদের কাছ থেকে উদ্ধার হয় মাদকদ্রব্য। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ এসে গ্রেফতার করে অভিযুক্ত ৬ জনকে। ধৃত সেখ সোহেল, মহম্মদ তামিম, সেখ বাপন, সেখ রেজাউল, সেখ মিঠুন ও সেখ আশরাফকে আজ আদালতে পেশ করা হয়।
আরও পড়ুন