বুধবার পানাগড়ে একটি বেসরকারি কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন তিনি।
বিষয়গুলি নিম্নলিখিত:
- পুলিশ দিবসে পুলিশ কর্মীদের শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন হাজারটা ভাল কাজ করতে গেলে ভুল হতে পারে। তা নিয়ে গোটা বাহিনীর বদনাম করা উচিত নয়। যাঁরা করছেন, তাঁদের শুভবুদ্ধির উদয় হোক।
- নবদ্বীপ ও কোচবিহারকে হেরিটেজ টাউন করা হবে। বাংলাই প্রথম শহর হবে, যেখানে দুটি হেরিটেজ টাউন থাকবে।
- ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে, লক্ষাধিক কর্মসংস্থান হবে।
- রাজ্যে ৪ কোটির বেশি টিকাকরণ হয়ে গেছে। ভ্যাকসিন সকলেই পাবেন। তাই ভ্যাকসিন নিয়ে মানুষকে হুড়োহুড়ি না করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।
- বিশ্বের দ্বিতীয় বৃহৎ কয়লাখনি তৈরি হবে রাজ্যে, দাম কমবে বিদ্যুতের।
- ক্ষুদ্র শিল্প হাস-মুরগীর পোলট্রির শিল্পে স্বনির্ভর হওয়ার উৎসাহ দেন মুখ্যমন্ত্রী।
- লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট খোলার জন্য বাড়ানো হচ্ছে ব্যাঙ্কের সময়সীমা। বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক।
- রাজ্যে তৈরি করা হবে ডেটা সেন্টার ইন্ডাস্ট্রি। রাজ্য সরকার সবরকম সাহায্য করবে ডেটা সেন্টারগুলিকে।
আরও পড়ুন
Mann Ki Baat: ‘ঝুঁকি নিতে প্রস্তুত আজকের যুব সমাজ’ বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী