Thursday, March 28, 2024

COVID Update: গত ২৪ ঘণ্টায় দেশে আরও কমল করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা

COVID Update: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তর সংখ্যা আরও কমল। একদিনে দেশে নতুন করে করোনা আক্রান্তর সংখ্যা ৪ হাজার ৩৬২ জন থেকে কমে হয়েছে ৩ হাজার ৯৯৩ জন। তারও আগের দুদিন করোনা আক্রান্তর সংখ্যা ছিল ৫ হাজার ৮৭৬ জন এবং ৫ হাজার ৯২১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, করোনা আক্রান্তর সংখ্যার পাশাপাশি কমেছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১০৮ জনের। গতকাল মৃত্যুর সংখ্যা ছিল ৬৬ জন এবং তার আগের দিন মৃত্যুর সংখ্যা ছিল ১৫৮ জন। তারও এক দিন আগে মৃত্যুর সংখ্যা ছিল ২৮৯ জন। এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৫ হাজার ২১০ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, এখন দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪৯ হাজার ৯৪৮ জন। গত ২৪ ঘন্টায় ৮ হাজার ৫৫ জন করোনা মুক্ত হয়েছেন। এখনও পর্যন্ত করোনা ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ৪ কোটি ২৪ লক্ষ ৬ হাজার ১৫০ জন।

কানপুর আইআইটির গবেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন, জুন মাসেই আছড়ে পড়বে করোনার চতুর্থ ঢেউ (Corona 4th wave)। যদিও করোনার তৃতীয় ঢেউয়ের (Corona 3rd wave) প্রকোপ কমতেই মানুষের মধ্যে আবারও লক্ষ্য করা যাচ্ছে উদাসীন মনোভাব‌। মাস্ক ব্যবহার করা অনেকেই কমিয়ে দিয়েছেন, আবার অনেকে একেবারেই মাস্ক ব্যবহার করছে না। সেখানে স্যানিটাইজার ব্যবহার বিলাসিতা মাত্র। এর ফলে ফের ভয়ঙ্কর রূপ নিতে পারে, সেই বিষয়ে বারবার সাবধান করছেন বিশেষজ্ঞরা। এত তাড়াতাড়ি করোনা দেশ ছেড়ে যাচ্ছে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাঁরা। তবে সোমবারের পরিসংখ্যান সামান্য হলেও স্বস্তি দিয়েছে ভারতবাসীর মনে।

আরও পড়ুন

JEE Main-এর জন্য দিন বদল হল উচ্চমাধ্যমিক পরীক্ষার

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Stay Connected

3,541FansLike
3,210FollowersFollow
2,141FollowersFollow
2,034SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles