Wednesday, December 11, 2024
More

    Jalpaiguri: ফের শিশুদেহে করোনা হানা, নতুন করে আতঙ্ক ছড়াল জলপাইগুড়িতে

    রাজ্য জুড়ে একাধিক জেলা তথা মালদা, রায়গঞ্জ, জলপাইগুড়ি (Jalpaiguri) সহ আরও বেশ কয়েকটি স্থানে শিশুদের জ্বর ও শ্বাসকষ্টের মত রোগের সংখ্যা বেড়েই চলেছে। শুধুমাত্র আক্রান্তের সংখ্যাই নয়, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। এমতাবস্থায় উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলাতেই এক শিশুর দেহে করোনা সংক্রমণের খবর পাওয়া যায়। তার জন্য আবারও নতুন করে করোনার আতঙ্ক ছড়িয়েছে জলপাইগু়িতে।

    জানা গিয়েছে, শুধুমাত্র শিশু নই, এমনকি তার মায়ের দেহেও মিলেছে করোনার ভাইরাস। জেলাশাসক গোদারা বসু জানিয়েছেন, ইতিমধ্যেই মা এবং শিশুকে জলপাইগুড়ির নাইট সেল্টার কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    এই ভাইরাল জ্বর শুরুর গোড়ার দিকেই এক শিশুর করোনা সংক্রমণের খবর দিয়েছিলেন জেলা স্বাস্থ্য দপ্তর। গত আট দিনে নতুন করে শিশুর দেহে ভাইরাস পাওয়ায় সংক্রমণের সংখ্যা বাড়ল। গোটা রাজ্য জুড়ে যে হারে শিশু আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেই প্রেক্ষিতেই রাজ্যের স্বাস্থ্য দফতরগুলি রোগের উপসর্গ ও চিকিৎসা সংক্রান্ত গাইডলাইন প্রকাশ করেছে। স্বাস্থ্য দফতরের তরফে দেওয়া গাইডলাইনে জানানো হয়েছে, জ্বর শ্বাসকষ্ট ৩ দিনের বেশি থাকলে হাসপাতালে ভর্তি হতে হবে। সচেতনতা হিসাবে মাস্ক পরা বাধ্যতামূলক।

    Related Articles

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Stay Connected

    3,541FansLike
    3,210FollowersFollow
    2,141FollowersFollow
    2,034SubscribersSubscribe
    - Advertisement -

    Latest Articles