২০২০ সালের নির্বাচনের আগে শুরু হয়েছিল দুয়ারে সরকার (Duare Sarkar) প্রকল্প। করোনার দাপটে বেশ কিছুদিন দুয়ারে সরকার প্রকল্প বন্ধ ছিল। দুয়ারে সরকার প্রকল্পের দ্বারা মানুষ নিজেদের সুবিধা অসুবিধা সরকারের কাছে তুলে ধরতে পারে। এবার নতুন করে দুয়ারে সরকারের দিন ঘোষণা করল রাজ্যে সরকার। তবে এবার দুটি প্রকল্পের সুবিধা পাবে সাধারণ মানুষ। একটি ‘দুয়ারে সরকার’ এবং অন্যটি ‘পাড়ায় সমাধান’। করোনার এত বাড়বাড়ন্ত দেখে রাজ্য সরকার পিছিয়ে দিয়েছিল এই দুটি প্রকল্প। রাজ্যে করোনা সংক্রমণ আস্তে আস্তে কমছে এবং সব দিক বিচার করে রাজ্য সরকার আবারও এই দুটি প্রকল্প চালু করতে চলেছে।
সূত্রের খবর, ১ ফেব্রুয়ারী থেকে চালু হবে ‘পাড়ায় সমাধান’ প্রকল্প এবং চলবে ১৫ ই মার্চ পর্যন্ত। দুয়ারে সরকার চালু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে এবং চলবে টানা একমাস। ‘পাড়ায় সমাধান’ প্রকল্পের মাধ্যমে মানুষ যেকোনও ধরণের স্থানীয় সমস্যা তুলে ধরতে পারবেন। পাশাপাশি রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, জমিজমা সংক্রান্ত বিষয় অথবা যেকোনও সরকারি কাজের সমাধান পাবেন ‘দুয়ারে সরকার’ প্রকল্পের মাধ্যমে।
এবার থেকে দুয়ারে সরকার প্রকল্প শুরু হবে দুটি ধাপে। প্রথম দফায় ১৫ ফেব্রুয়ারি থেকে সাত দিনের মধ্যে আবেদন জমা নেওয়া হবে। তারপর ২২ ফেব্রুয়ারি থেকে জমা পড়া আবেদন খতিয়ে দেখা শুরু হবে। ফের দ্বিতীয় দফায় আবেদন নেওয়া শুরু হবে ১ মার্চ থেকে এবং চলবে ৭ মার্চ পর্যন্ত। এক্ষেত্রে ১৫ মার্চের মধ্যে আবেদনকারীরা সমাধান পাবেন। এর আগে ঘরে বসে বিভিন্ন সরকারি সমস্যার সমাধান পেতে বহু মানুষ ভিড় করেছিল শিবিরগুলিতে। এবার দেখার বিষয় সেই ভিড় কি এবারও হবে? নাকি মানুষ সচেতন হয়ে করোনা বিধি মেনে এই প্রকল্পের সুবিধা নেবেন?
আরও পড়ুন