Wednesday, April 24, 2024

Fake Note: কলকাতা থেকে উদ্ধার তিন লক্ষ টাকার জাল নোট

কলকাতা থেকে উদ্ধার হল তিন লক্ষ টাকার জাল নোট (Fake Note)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের আগের দিন। যখন কলকাতা জুড়ে চলছে নাকা তল্লাশি ঠিক তখনই উদ্ধার করা হয় তিন লক্ষ টাকার জাল নোট।

এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর ধৃত ব্যক্তি মহারাষ্ট্রের জাল নোট পাচারকারী দলের সদস্য। তার নাম গোপালকৃষ্ণ পাওয়ার। তিনি মহারাষ্ট্রের শোলাপুরের বাসিন্দা বলে জানা গেছে। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স এদিন অভিযান চালায় এবং তারপরই খোঁজ মেলে গোপালকৃষ্ণ পাওয়ারের।

এবার প্রশ্ন উঠছে এই বিপুল পরিমান জাল নোট নিয়ে ঠিক কী কারণে তিনি ময়দান থানা এলাকায় বিধান মার্কেট চত্বরে উপস্থিত হয়েছিলেন? তাহলে কি জাল নোট গুলো মালদা থেকে এনে পাচার করা হচ্ছিল, নাকি মহারাষ্ট্র থেকে আনা হয়েছিল? এইসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। জানা গিয়েছে, দু’হাজার টাকার একশোটি নোট এবং পাঁচশো টাকার দুশোটি জাল নোট উদ্ধার করা হয়েছে ধৃত ব্যক্তির কাছ থেকে

আরও পড়ুন

৪৫ ফুটের বিশাল সরস্বতীর প্রতিমা তৈরি হচ্ছে বর্ধমানের এই ক্লাবে

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Stay Connected

3,541FansLike
3,210FollowersFollow
2,141FollowersFollow
2,034SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles