উর্দ্ধমুখী করোনা সংক্রমণের জেরে এবার বিমান যাত্রার ক্ষেত্রেও কড়া পদক্ষেপ নিল দমদম বিমানবন্দর (Dumdum Airport)। নয়া নিয়ম অনুযায়ী, বিমানে করে কলকাতা থেকে অন্য রাজ্যে যাতায়াত করার জন্য লাগবে করোনা টেস্টের রিপোর্ট। ওড়িশা(Odisha), মণিপুর (Monipur), জম্মু-কাশ্মীর(Jammu-Kashmir), লাদাখ (Ladakh), নাগাল্যান্ড (Nagaland), পোর্ট ব্লেয়ার (Port Blaire)-সহ ৭টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে যাওয়ার জন্য আরটিপিসিআর (RTPCR) নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে।
বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্য রাজ্যে যেতে হলে বিমানে ওঠার ৭২ ঘন্টার মধ্যে কোভিড পরীক্ষা করাতে হবে। যদি রিপোর্ট নেগেটিভ হয় তবেই বিমানে যাওয়ার অনুমতি মিলবে। দেশের একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন করে করোনা সংক্রমনের হার প্রতিদিনের রেকর্ড ভাঙছে। স্বাস্থ্য দফতরের রির্পোট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৪৩০ জন। সংক্রমণের সঙ্গেই গতকালের তুলনায় বেড়েছে মৃত্যুর সংখ্যাও। রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৩৪ জনের। এই পরিস্থিতিতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কলকাতা বিমানবন্দর থেকে বিমানে যাতায়াতের ক্ষেত্রে নয়া নিয়ম জারি করলো রাজ্য সরকার।
আরও পড়ুন