পূর্ব বর্ধমানের (Burdwan) গলসিতে দামোদরের চরে নামা জোড়া হেলিকপ্টার রহস্যের উদঘাটন। বেশ কয়েক দিন ধরে দামোদর নদের চরে হেলিকপ্টার নামতে দেখে এলাকার মানুষদের মনে প্রশ্ন জাগে। কী কারণে ওই এলাকায় হেলিকপ্টার ঘুরপাক খাচ্ছে এবং দামোদরের চরে নামছে, সেই নিয়ে কৌতূহল তৈরি হয় গলসির দাদপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে।
এবিষয়ে এলাকার এক বাসিন্দা জানান, প্রথমদিন হেলিকপ্টার দামোদরের চরে নামলেও, হেলিকপ্টার থেকে কোনও লোকজন নামেনি। হেলিকপ্টারটি ঘুরপাক খাওয়ার পর চলে যায়। এরপর সোমবার জোড়া হেলিকপ্টার নামতে দেখা যায় দামোদরের চরে। হেলিকপ্টার থেকে নামতে দেখা যায় ১০-১৫ জনকে। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর তাঁরা হেলিকপ্টারে করে চলে যায়। ঘটনাকে কেন্দ্র করে সন্দেহ জাগে গ্রামবাসীদের মনে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যারাকপুর থেকে ওই হেলিকপ্টার দুটি উড়েছিল। এমার্জেন্সি ল্যান্ডিংয়ের প্রশিক্ষণের জন্য জনবসতিহীন দামোদরের চরে বায়ুসেনার হেলিকপ্টার দুটি নেমেছিল।
আরও পড়ুন
আপাতত হচ্ছে না বর্ধমান উৎসব, জানালেন উপ পৌর প্রশাসক আইনুল হক