Home Isolation Guideline : কেন্দ্রের নির্দেশিকার পর এবার হোম আইসোলেনশনের নিয়মে বদল আনলো রাজ্য স্বাস্থ্য দফতর। দেশে এবং রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা (Corona) সংক্রমণ। এরই মধ্যে চোখ রাঙাছে ওমিক্রনও (Omicron)! রাজ্যে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৪,২৮৭ জন। করোনার বিভিন্ন প্রজাতি মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করছে।
এবার বদল করা হল রাজ্যের হোম আইসোলেশনের নিয়ম। রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফ থেকে জানানো হয়েছে যে এই নতুন নিয়ম অনুযায়ী হোম আইসোলেশনে থাকা যেকোনও রোগীর যদি মৃদু উপসর্গ থাকে তাহলে তাকে ৭ দিন হোম আইসোলেশনে থাকতে হবে। যদি কারোর টানা তিন দিন জ্বর না আসে তাহলে ৭ দিনেই আইসোলেশন শেষ হয়ে যাবে। ৭ দিন পর যদি কেউ উপসর্গহীন হয় তাহলে তাকে দ্বিতীয়বার পরীক্ষা করাতে হবে না। এছাড়াও যাদের কোমর্বিডিটি আছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে, অক্সিজেনের সাহায্য ছাড়া যদি পরপর ৩ দিন স্যাচুরেশনের মাত্রা ৯৩ শতাংশের বেশি হয় তাহলে তাদের আইসোলেশন সাতদিন পর শেষ হয়ে যাবে।যেসব রোগীদের অক্সিজেনের সাহায্য প্রয়োজন তাদের হোম আইসোলেশন কবে শেষ হবে সেটা ঠিক করবেন চিকিৎসকেরা।
আরও পড়ুন
করোনা সংক্রমণ রুখতে তৎপর জেলা প্রশাসন, বর্ধমান শহরে মাইক্রো কনটেইনমেন্ট জোন ঘোষণা