Thursday, April 25, 2024

Booster Dose: দেশজুড়ে শুরু ‘বুস্টার ডোজ’, কাদের জন্য বুস্টার ডোজ? কীভাবে পাবেন জেনে নিন…

আজ থেকে দেশজুড়ে শুরু হল কোভিড ভ্যাকসিনের (Covid Vaccine) ‘প্রিকশন ডোজ’ (Precaution Dose) বা বুস্টার ডোজ (Booster Dose) দেওয়া। দেশে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের হার। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউকেও ছাপিয়ে গিয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। এই সময় বুস্টার ডোজ নেওয়া খুব জরুরী বলে মনে করছে স্বাস্থ্য দফতর। দেশজুড়ে সমস্ত টিকাকেন্দ্রে পাওয়া যাবে এই ডোজ। তবে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ সহ প্রথমসারির করোনা যোদ্ধা ও ষাটোর্ধ্বরা এই ডোজ পাবেন।

এই বুস্টার ডোজ নেওয়ার জন্য কী কী করতে হবে? ইতিমধ্যে এই বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে নয়া নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এই নয়া নির্দেশিকায় বলা হয়েছে-

  • ‘বুস্টার ডোজ’ বা ‘প্রিকশনারি ডোজ’ নেওয়ার জন্য পুনরায় রেজিস্ট্রেশন করানোর প্রয়োজন নেই।
  • সরাসরি টিকাকরণ কেন্দ্রে গেলেই এই ‘বুস্টার ডোজ’ পাওয়া যাবে।
  • ‘বুস্টার ডোজ’ বা ‘প্রিকশনারি ডোজ’ দেওয়া হবে ষাটোর্ধ্ব ব্যক্তি ও প্রথম সারির করোনা যোদ্ধাদের।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই মুহুর্তে রাজ্যের কাছে কোভ্যাকসিন (Covaxin), কোভিশিল্ড (Covishield) মিলিয়ে প্রায় দেড় কোটি ভ্যাকসিন রয়েছে। এছাড়া জানা গিয়েছে, রাজ্যে সাড়ে ৭ লক্ষ জন স্বাস্থ্যকর্মী, সাড়ে ১০ লক্ষ জন প্রথম সারির করোনা যোদ্ধারা এবং ২২ লক্ষ জন কোমর্বিডিটি থাকা ষাটোর্ধ্ব ব্যক্তিরা এই ‘বুস্টার ডোজ’ পাবেন। তবে মিক্স অ্যান্ড ম্যাচ ডোজ নয়। স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে আগেই বলা হয়েছে, যিনি আগে যেই ভ্যাকসিনের ডোজ পেয়েছেন তিনি এবারও সেই ভ্যাকসিনের ডোজই পাবেন।

আরও পড়ুন
হোম আইসোলেশন নিয়ে নতুন নিয়ম রাজ্য স্বাস্থ্য দফতরের

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Stay Connected

3,541FansLike
3,210FollowersFollow
2,141FollowersFollow
2,034SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles