আজ বেলুড় মঠের সারদাপীঠে জগদ্ধাত্রী পুজো (Jagadhatri Puja)। বেলুড় মঠের (Belur math) সারদাপীঠে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়েছিল ১৯৪১ সালে। সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত তিন প্রহর ধরে এই পুজো হবে৷ তিন প্রহরের পুজোর সঙ্গে হোমও হবে এদিন। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে এই পুজোর আয়োজন করা হয়েছে। সারদা পীঠে নবমী তিথিতেই সপ্তমী, অষ্টমী এবং নবমীর পুজো হয়৷ এবছরও সেই নিয়ম মেনে পুজোর আয়োজন করা হয়েছে।
প্রতিবছর মন্দিরের পাশের প্রাঙ্গণে পুজোর আয়োজন করা হয়। তবে করোনা আবহের কারণে এবার মন্দিরের মধ্যেই পুজোর আয়োজন করা হয়েছে। শুক্রবার সকাল থেকেই পুজো শুরু হয়ে গিয়েছে। তিন প্রহর ধরে চলবে এই পুজো। পাশাপাশি হোম এবং সন্ধ্যা আরতিও করা হবে এদিন। যেহেতু এবছর করোনা আবহের কারণে মন্দিরের ভিতরে পুজোর আয়োজন করা হয়েছে, ফলে দর্শনার্থীদের সারদাপীঠের (Saradapitha) জগদ্ধাত্রী পুজোয় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু মন্দিরের ওয়েবসাইটের মাধ্যমে এই পুজো দেখতে পারবেন দর্শনার্থীরা। আজ দিনভর চলবে বেলুড় মঠের সারদাপীঠের জগদ্ধাত্রী পুজো।
আরও পড়ুন
Covid in India: দেশে দৈনিক করোনা সংক্রমণের হার কমে হল সাড়ে ১২ হাজার