Saturday, September 7, 2024
More

    Indian Air Force: স্বদেশি অ‌্যাটাক হেলিকপ্টারে আরও শক্তিশালী ভারতীয় বায়ুসেনা

    দীপংকর সাহা: আত্মনির্ভর ভারতের মুকটে নয়া পালক। ভারতীয় সেনাবাহিনী আরও শক্তিশালী হচ্ছে নিজস্বভাবে তৈরি অ‌্যাটাক হেলিকপ্টার গ্রহনের মাধ‌্যমে। ভারতের নিজস্বভাবে তৈরি অ‌্যাটাক লাইট কম্বাট হেলিকপ্টার বা LCH কে হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড ১৯ শে নভেম্বর শুক্রবার প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবে। ঝাঁসির রানী লক্ষীবাই এর জন্মদিনে মাননীয় প্রধানমন্ত্রী নিজে উত্তরপ্রদেশের ঝাঁসিতে উপস্থিত থেকে গ্রহন করবেন এই শক্তিশালী স্বদেশী হেলিকপ্টার। বহুদিনের প্রতিক্ষিত এই স্বদেশী হেলিকপ্টার পেতে চলেছে ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)। আমেরিকান অ‌্যাপাচে অ‌্যাটাক হেলিকপ্টারের মত লাইট কম্বাট হেলিকপ্টার শত্রু শিবিরের ত্রাস হয়ে উঠবে।

    হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড (HAL) দ্বারা ডিজাইন এবং নির্মিত হয়েছে এই অ্যাটাক হেলিকপ্টার।

    এলসিএইচকে বিভিন্ন ভূমিকায় মোতায়েন করা যেতে পারে, যার মধ্যে ধীর গতির আকাশের লক্ষ্যবস্তু ট্র্যাক করা, শত্রুর প্রতিরক্ষা ধ্বংস করা, অনুসন্ধান ও উদ্ধার।

    LCH ভারতীয় বিমান বাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীর প্রয়োজনীয়তা পূরণের জন্য তৈরি করা হয়েছে। LCH এর প্রথম ফ্লাইট বেঙ্গালুরুতে ২০১০ সালের মার্চ মাসে হয়েছিল ।

    হেলিকপ্টারগুলি 7 কিলোমিটারের পাল্লার DRDO এর তৈরি স্বদেশী হেলিনা ক্ষেপণাস্ত্র যুক্ত করা হয়েছে। যা যে কোন শত্রু ট‌্যাঙ্ককে মুহুর্তে ধ্বংস করতে সক্ষম।

    আরও পড়ুন

    Agni-V Missile: ব্যালিস্টিক মিসাইল অগ্নি-৫-এর সফল উৎক্ষেপণ

    Related Articles

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Stay Connected

    3,541FansLike
    3,210FollowersFollow
    2,141FollowersFollow
    2,034SubscribersSubscribe
    - Advertisement -

    Latest Articles