Jio recharge offer: দাম বাড়ল জিও রিচার্জ প্ল্যানের, বাড়তি টাকা গুনতে হবে জিও গ্রাহকদের। এবার সাধারণ মানুষের মাথায় হাত। আবারও দাম বাড়ালো জিও রিচার্জ প্ল্যানগুলির (jio recharge plan 2022) । একেই শাক- সব্জি, ভোজ্য তেল, গ্যাস ইত্যাদির দাম বৃদ্ধি পেয়েছে। তার ওপর একেবারে ১৫০ টাকা রিচার্জ প্ল্যান বাড়িয়ে দিল জিও। ৭৪৯ টাকা প্ল্যানের দাম এবার বেড়ে হল ৮৯৯ টাকা।
জিও–র এই প্ল্যানে কী কী সুবিধা রয়েছে? (jio recharge plan 2022)
এই প্ল্যান রিচার্জ করলে সারা বছর যথেচ্ছ ভয়েস কলিং করা যাবে। এর সঙ্গে ২৪ জিবি ডেটা। তবে সবার জন্য নয় এই প্ল্যান, শুধুমাত্র জিওফোন ব্যহারকারীরাই এই প্ল্যানের সুবিধা পাবেন।
জিও প্ল্যান রিচার্জ (jio recharge plan 2022) করলে জিওফোন ব্যাবহারকারীরা অনেক সুযোগ সুবিধা পেতেন। ১৪৯৯ টাকার এক বছরের রিচার্জ প্ল্যানের সুবিধা ছিল ২৪ জিবি ডেটা, তার সাথে জিও অ্যাপের সাবস্ক্রিপশন এবং আনলিমিটেড ভয়েস কল। এছাড়া ১,৯৯৯ টাকার ২ বছরের রিচার্জ প্ল্যান এর সুবিধা ৪৮ জিবি ডেটা, আনলিমিটেড কল এবং অ্যাপের সাবস্ক্রিপশন। তবে সেটি জিওফন থাকলে তবেই সম্ভব।
বর্তমানে এই আকাশ ছোঁয়া রিচার্জ প্লানগুলির দাম এত পরিমাণ বেড়ে যাওয়ার ফলে সাধারণ মানুষের কাছে প্রতি মাসে রিচার্জ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে।
এছাড়া আপনি জিও-র রিচার্জ নিয়ে বিস্তারিত জানতে জিও-র অফিসিয়াল ওয়েব সাইটে যান।
নিচের হাইপার লিঙ্কে ক্লিক করেও মূল সাইটে যেতে পারবেন-
আরও পড়ুন