Kolkata: রবিবার বঙ্গীয় পুরুষ মোর্চার (Bongiyo Purush Morcha) পক্ষ থেকে স্মারকলিপি তুলে দেওয়া হল বিশ্বহিন্দু পরিষদের ক্ষেত্র প্রচারক অমিয় কুমার সরকারের হাতে। বঙ্গীয় পুরুষ মোর্চার বিভিন্ন দাবিকে সামনে রেখে স্মারকলিপি তুলে দেওয়া হয় এদিন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বঙ্গীয় পুরুষ মোর্চার রাজ্য সভাপতি উত্তরণ পাঠক, রাজ্য সাধারণ সম্পাদক আইনজীবী সমৃদ্ধ দেব, মহিলা সেলের প্রধান নালন্দা পাঠক চক্রবর্তী ও জনসংযোগ আধিকারিক অভিজয় মিত্র।
এদিন বঙ্গীয় পুরুষ মোর্চার উল্লেখিত দাবিগুলি ছিল অখন্ড ভারতের উদ্দেশ্যে অবিলম্বে Uniform Civil Code (UCC) চালু করতে হবে, রাজ্যে এবং কেন্দ্রে যেমন মহিলা কমিশন গঠিত রয়েছে তেমন পুরুষদের জন্য কমিশন গঠন করতে হবে, যেসব ধারার মাধ্যমে পুরুষদের উপর মিথ্যা অভিযোগ ও আর্থিক জরিমানা করার মতন বিষয় ঘটছে সেই সব ধারা তুলে নেওয়ার জন্য কেন্দ্র সরকারের কাছে দাবি জানানো হয় স্মারকলিপিতে।