এবার থেকে লাইফ সার্টিফিকেট (Life Certificate) জমা দেওয়ার জন্য প্রয়োজন নেই ব্যাঙ্কে যাওয়ার। বাড়িতে বসেই জমা দেওয়া যাবে লাইফ সার্টিফিকেট (Life Certificate)। সম্প্রতি পেনশনারদের সুবিধার জন্য নতুন উদ্যোগ নিল স্টেট্ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। ১ নভেম্বর থেকে ভিডিয়ো কলের (Video Call) মাধ্যমে ব্যাঙ্কের গ্রাহকরা জমা দিতে পারবেন জীবন প্রমাণ পত্র (Jivan Praman Patra)।
সম্প্রতি ট্যুইট করে পেনশনারদের উদ্দেশে এই বার্তা দিয়েছে স্টেট্ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)। দেশের এই বৃহত্তম ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, এবার থেকে ভিডিয়ো কলের মাধ্যমে সহজেই পেনশনাররা নিজের লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন। এই ভিডিয়ো লাইফ সার্টিফিকেটের Video Life Certificate (VLC) জন্য পেনশনারদের এক মিনিটের একটি ভিডিয়ো জমা দিতে হবে ব্যাঙ্কের কাছে।
প্রত্যেক পেনশন হোল্ডারের জন্য জীবন প্রমাণপত্র একটি গুরুত্বপূর্ণ নথি। পেনশন হোল্ডাররা জীবিত আছেন কিনা তা জানতেই প্রতি বছর জমা করতে হয় এই জীবন প্রমাণপত্র। পেনশন ডিস্ট্রিবিউটর এজেন্সি, ব্যাঙ্ক বা পোস্ট অফিসের মাধ্যমে সরকারের কাছে এই লাইফ সার্টিফিকেট জমা করতে হয়। এই নথির মাধ্যমে প্রমাণিত হয়, যে ব্যক্তি পেনশন পাচ্ছেন তিনি জীবিত আছেন কি না বা কোনও ব্যক্তির মৃত্যুর পরও তাঁকে পেনশন দেওয়া হচ্ছে কি না।
জেনে নিন ভিডিয়ো লাইফ সার্টিফিকেট কীভাবে জমা দেবেন-
- প্রথমে SBI Pension Seva Portal-এ যেতে হবে।
- এরপর ক্লিক করতে হবে ‘VideoLC’ অপশনে।
- এবার SBI Pension Account Number দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার সময় রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে।
- এরপর Terms & Conditions পড়ে ক্লিক করতে হবে ‘Start Journey’-তে।
- এবার ক্লিক করতে হবে ‘I am Ready’-তে।
- এরপর অনুমতি দিতে হবে ভিডিয়ো কল শুরু করার। ব্যাঙ্কের প্রতিনিধিকে পাওয়া গেলেই ভিডিয়ো কল শুরু হয়ে যাবে।
- ভিডিয়ো কল শুরু হওয়ার পর প্রথমে আপনার মোবাইল ফোনের স্ক্রিনে আসা চার সংখ্যার ভেরিফিকেশন কোড পড়তে হবে।
- এরপর নিজের প্যান কার্ড ব্যাঙ্কের আধিকারিককে দেখাতে হবে। নিজের PAN Card আগের থেকেই নিজের কাছে রাখুন।
- এরপর ব্যাঙ্ক আধিকারিক প্রমান হিসেবে প্যান কার্ডের ছবি তুলতে পারেন।
- শেষে ব্যাঙ্ক আধিকারিক আপনার ছবি নেওয়া হলেই সম্পন্ন হবে Video Life Certificate (VLC) প্রক্রিয়া ।
কোনও কারণে ভিডিয়ো লাইফ সার্টিফিকেট বাতিল হলে এসএমএস চলে যাবে রেজিস্টার্ড মোবাইল নম্বরে। ভিডিয়ো লাইফ সার্টিফিকেট জমা না হলে পেনশন হোল্ডাররা নিজের ব্যাঙ্কের শাখাতে গিয়েও জমা দিতে পারবেন জীবন প্রমাণ পত্র (Jivan Praman Patra)।
আরও পড়ুন
Facebook Renames Meta: কেন নামবদল হল ফেসবুক সংস্থার, জানালেন মার্ক জুকারবার্গ