মৌ রায়, বর্ধমান : বৃহস্পতিবার অবৈধ বালির গাড়ির বিরুদ্ধে অভিযান চালানোর সময় স্থানীয় গ্রামবাসীরা ভাঙচুর করলো বর্ধমান (Burdwan) ভূমি রাজস্ব দপ্তরের গাড়ি। এরসঙ্গে পুলিশের গাড়িও ভাঙচুর করেছে তাঁরা বলে ভূমি রাজস্ব দপ্তর সূত্রে খবর। জানা গেছে, ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক তথা অতিরিক্ত জেলাশাসক ঋদ্ধি ব্যানার্জি এদিন সকালে নিজের দপ্তরে যাওয়ার সময় রাস্তায় একটি বালি বোঝাই ট্রাক্টর দেখতে পান এবং ট্রাক্টর চালকের কাছ থেকে বালির চালান দেখতে চান।
এছাড়া তিনি ট্রাক্টর চালকের কাছে জানতে চান কোন জায়গা থেকে বালি নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রাক্টর চালক জানায় দুদিন আগে এই বালি ইদিলপুর ঘাট থেকে বোঝাই করা হয়েছিল। তবে দুদিন পুরোনো বালি হওয়ার পরও ট্রাক্টর থেকে জল গড়িয়ে পড়ছে দেখতে পাওয়ায় সন্দেহ হয় অতিরিক্ত জেলাশাসকের। এরপর তিনি ভূমি রাজস্ব দপ্তরের অন্য আধিকারিকদের ঘটনাস্থলে ডেকে পাঠান। ট্রাক্টর চালকের কাছ থেকে বালির চালান না পাওয়ায় দপ্তরের অফিসারেরা গাড়িটিকে আটক করেন। এই ঘটনাটি ঘটার পরই অতিরিক্ত জেলাশাসক দপ্তরের অন্য আধিকারিকদের নির্দেশ দেন ইদিলপুর ঘাটে অভিযান চালানোর জন্য।
এরপর ভূমি রাজস্ব দপ্তরের দুটি গাড়ি অভিযান চালানোর জন্য ইদিলপুরের দামোদরের ঘাটে যায়। ভূমি দপ্তর ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বালি ঘাটের লোকেরা এবং স্থানীয় গ্রামবাসীরা হঠাৎ করে হামলা চালায় সরকারি গাড়ির উপর। সরকারি গাড়ির কাঁচ ভেঙে দেয় তারা বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনার পর ভূমি রাজস্ব দপ্তরের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে বর্ধমান থানায়। অবৈধভাবে বালি পাচার করা, সরকারি কাজে বাধার সৃষ্টি করা এবং সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ দায়ের করা হয়েছে ভূমি রাজস্ব দপ্তরের তরফ থেকে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন
বর্ধমান পৌরসভা নির্বাচনে CPI(M)-এর প্রার্থী ঘোষণা, দেখে নিন তালিকা