ডিজিটাল ডেস্ক, গুসকরা: আগামী ২৭ ফ্রেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভার ভোট হতে চলেছে। আসন্ন পুর নির্বাচনে কোন ওয়ার্ডে কোন দলের প্রার্থী কে হতে পারেন তা এখন আম জনতার চর্চার বিষয় হয়ে উঠেছে। পূর্ব বর্ধমানে রয়েছে ৬টি পুরসভার ভোট। এই ৬টি পৌরসভা হল বর্ধমান, মেমারী, গুসকরা (Guskara), কালনা, কাটোয়া এবং দাঁইহাট পুরসভা। এর মধ্যে বর্ধমান পৌরসভা নির্বাচনের জন্য সিপিআইএমের (CPI(M)) পক্ষ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করা হল আজ। দেখে নিন সেই তালিকা-
আরও পড়ুন
বর্ধমান পৌরসভা নির্বাচনে CPI(M)-এর প্রার্থী ঘোষণা, দেখে নিন তালিকা
Kalna পৌরসভা নির্বাচনে CPI(M)-এর প্রার্থী ঘোষণা, দেখে নিন তালিকা
Memari পৌরসভা নির্বাচনে CPI(M)-এর প্রার্থী ঘোষণা, দেখে নিন তালিকা