Tuesday, December 10, 2024
More

    Monkey drinking beer: চুরি করে বিয়ার খাচ্ছে বাঁদর, চিন্তায় মদের দোকান মালিক

    গৌরব গুপ্ত 

    প্রতিদিনের মতো এদিনও সন্ধ্যা হতেই উঠেছিল মদের দোকানের শাটার। সুরার টানে একে একে হাজির হচ্ছিলেন সুরাপ্রেমীরা। তার মধ্যেই একদিন আজব কাণ্ড। টাকা পয়সা ছাড়াই একদিন দোকানে হাজির এক সুরাপ্রেমী। কোনও কিছুর পরোয়া না করেই দোকানে ঢুকেই ছিনিয়ে নেয় বিয়ারের ক্যান। তারপর একেবারে হাঁটুর ওপর ভর দিয়ে ঢক ঢক করে গিলতে থাকে পুরো বিয়ার। তবে, ইনি কোনও মানুষ নন, এক বাঁদরবাবাজির কাণ্ডই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

    https://fb.watch/gEMAZ1o0GM/

    উত্তর প্রদেশের রায়বেরিলির এই ঘটনা অবাক করেছে সকলকে। বাঁদর মানুষের ঘর-দোকান থেকে বিস্কুট, ফল, সবজি ছিনিয়ে খাওয়ার দৃশ্য প্রায়ই সামনে এলেও এমন ঘটনা বিরলতম। স্থানীয়দের অভিযোগ, প্রায়ই এই বাঁদরবাবাজি মদের দোকানে ঢুকে মদ চুরি করছে। শুধু দোকান থেকেই চুরি করে থেমে নেই সে, দোকানে আসা সাধারণ মানুষের থেকেও ছিনিয়ে নিচ্ছে মদের বোতল, বিয়ার ক্যান। আর তারপর সর্বসমক্ষেই এক নিমেষে শেষ করছে সেই বোতল। যা দেখে এটুকু স্পষ্ট যে এই কাণ্ড তার প্রথম নয়, বরং এব্যাপারে সে বেশ পোক্ত হয়ে উঠেছে। এমনকি যদি কেউ তার নেশায় বাঁধা দিয়ে তাড়া করছে উল্টে নাকি সে কামড়ও বসাচ্ছে। দোকানদাররা জানিয়েছেন, কর্তৃপক্ষের কাছে এই ঘটনার নালিশ জানালেও তারা কোনওরকম গুরুত্ব দিচ্ছেন না। তবে এই প্রসঙ্গে জেলার আবগারি আধিকারিক রাজেন্দ্র প্রতাপ সিং বলেছেন, বন দফতরের সহায়তায় এই বানরটিকে ধরার চেষ্টা করা হচ্ছে, এবং এলাকার মানুষ শীঘ্রই এই সমস্যা থেকে মুক্তি পাবেন।

    Hindi Web Series free Download 2022 – Top Hindi Web Series list

    Related Articles

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Stay Connected

    3,541FansLike
    3,210FollowersFollow
    2,141FollowersFollow
    2,034SubscribersSubscribe
    - Advertisement -

    Latest Articles