বিধ্বংসী আগুনের কবলে নিউ ব্যারাকপুরের তালবান্দার গেঞ্জি কারখানা ও ওষুধের গুদাম।ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
বৃহস্পতিবার ভোর ৩টে নাগাদ গেঞ্জি কারখানায় আগুন লাগে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে না আসায় আগুনের কবলে পড়ে পাশের ওষুধের গুদামও। প্রায় ১০ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গেছে।
ঘটনাস্থলে রয়েছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। আগুন নেভাতে আনা হয়েছে রোবট। দমকল কর্মীরা যথাসম্ভব চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার ।
এই দুর্ঘটনার চারজন কর্মী নিখোঁজ বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। সহকর্মীরা জানান, চারজন নিখোঁজ কর্মীদের মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয়দের অভিযোগ কার্যত লকডাউনের মধ্যে সরকারি নির্দেশকে উপেক্ষা করে কাজ চলছিল গেঞ্জি কারখানায় ।
অন্যদিকে বৃহস্পতিবার হাওড়ার জিটি রোড সংলগ্ন একটি পাখার গোডাউনেও আগুন লাগে বলে জানা গেছে। আগুন বাড়তে থাকায় ঘটনাটি চোখে পড়ে এলাকাবাসীর। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলবাহিনীকে। প্রায় দু ঘণ্টার চেষ্টায় এবং দমকলের ৯টি ইঞ্জিনের সাহায্যে নিয়ন্ত্রণে আসে আগুন।
পাখার গোডাউনে কয়েক লক্ষ টাকার সামগ্রী মজুত ছিল বলে জানা গিয়েছে। তবে লকডাউন থাকায় ফাঁকা ছিল গোডাউনটি। তাই দুর্ঘটনায় আহত হয়নি কেউ বলে জানায় পুলিশ।