ছোট ছোট হাত দুটো যখন খাবারের প্যাকেটটা শক্ত করে ধরে তখন চোখ দুটো যেন জ্বলজ্বল করে ওঠে, মুখে যেন একটা তৃপ্তির হাসি ফুটে ওঠে ওদের। অভুক্ত রোগাক্রান্ত শিশুগুলোর কাছে এর মূল্য অনেকখানি। তাই ওদের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ নিয়েছে শিশু চাইল্ড ডেভেলপমেন্ট ফোরাম নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ।
শিশুদের জন্য পুষ্টিকর খাবার সঙ্গে মাস্ক ও স্যানিটাইজারের ব্যবস্থা করেছে এই স্বেচ্ছাসেবী সংস্থাটি। ২৬ মে থেকে এই কর্মসূচি শুরু হয়েছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
স্বেচ্ছাসেবী সংস্থার বিনামুল্যের ‘শিশু ক্যান্টিন’ থেকে আজ জলপাইগুড়ি শহরের বেশ কিছু এলাকার শতাধিক গরীব দুঃস্থ শিশুদের হাত স্যানিটাইজ করিয়ে দুপুরের খাবার তুলে দেওয়া হয় তাদের হাতে। খাবারের তালিকায় ছিল গ্রিন স্যালাড, ভাত, মাংস, পাপড় ভাজা। আজ দ্বিতীয় দিনে পড়ল তাদের এই কর্মসূচি বলে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। বেশ কিছু দু:স্থ শিশুর বাড়িতেও পুষ্টিকর খাবার, মাস্ক, স্যানিটাইজার পৌছে দেওয়া হয়।
লকডাউন চলাকালীন দুঃস্থ শিশুদের জন্য এমন উদ্যোগ প্রশংসনীয়। শহরের অনেকেই বিনামূল্যের ‘শিশু ক্যান্টিন’-এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।